বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন। বলা চলে, এই প্রজন্মের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। তবে নেটিজেনদের অভিযোগ, তারকা সন্তান হওয়ায় একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
সম্প্রতি আদিত্য পাণ্ডের সঙ্গে ব্রেকআপের পর, অনন্যা একজন মডেলের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। কিছুদিন আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাদের দু’জনকে একসঙ্গে দেখা যায় এবং সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
এক সাক্ষাৎকারে সম্প্রতি বিয়ে ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্যা পাণ্ডে। আগামী পাঁচ বছরে নিজের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি থাকা দরকার এবং সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।”
এছাড়া, কাজের প্রতি তার মনোভাব নিয়ে অনন্যা বলেন, “এই মুহূর্তে আমি পুরোপুরি কাজের দিকে মনোযোগ দিচ্ছি এবং আমার কাজের ক্ষেত্রেও আমি উন্নতি করেছি।”
প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্যা পাণ্ডে। এই সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া।
আপনার মতামত লিখুন :