ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
পরকীয়ার গুঞ্জন অভিষেকের

নিমরতকে যা বলেছিলেন ঐশ্বরিয়া সম্পর্কে

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:০৫ পিএম

নিমরতকে যা বলেছিলেন ঐশ্বরিয়া সম্পর্কে

ছবি: সংগৃহীত

সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সে জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তারকা দম্পতি, শোনা যাচ্ছে এমনও। যদিও এই বিষয়ে এখনও কেউ মুখ খোলেননি। ‘দসভি’ সিনেমাতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু একটা সময় নিমরতের সামনেই স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা। সেই ভিডিও এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।

জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন স্ত্রী। এমনই জানিয়েছিলেন অভিষেক। পাশে বসেই মন দিয়ে তার কথা শুনছিলেন নিমরত। অভিষেক বলেছিলেন, ‘আমার স্ত্রী সত্যিই ব্যতিক্রমী। সব সময়ে আমার পাশে থেকেছে। আমি ও আমার গোটা পরিবারই তাই নিজেদের সৌভাগ্যবান মনে করি। চলচ্চিত্র জগতেরই মানুষ ঐশ্বরিয়া। সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তার কারণ, ও সবটা বুঝতে পারে। ও আমার চেয়েও আগে থেকে এই জগতে রয়েছে। তাই দিনের শেষে বাড়ি ফেরার পরে কেউ যদি বুঝতে পারে, আমি একটা খারাপ দিন কাটিয়ে এসেছি, সেটা আমার কাছে বড় পাওনা।’

ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক বলেছিলেন, ‘জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। আমরা খুবই সংবেদনশীল। তাই এমন পরিস্থিতি আসে, যখন মনে হয় আমরা রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনও করতে দেখিনি।’ নিমরতের সামনে বসেই অভিষেকের স্বীকারোক্তি, ‘ঐশ্বরিয়ার মতো সঙ্গী পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ।’

১৭ বছরের দাম্পত্য অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার সেট থেকে দু’জনের প্রেম। তার পরেই বিয়ে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান—আরাধ্যা বচ্চন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!