আগামী বছর বিয়ে করব: মিষ্টি জান্নাত

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ১২:৩৩ পিএম

আগামী বছর বিয়ে করব: মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড় পর্দায়। এরপর বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। আজ ২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। খুলনায় জন্ম হলেও মিষ্টি ঢাকায় বসবাস করছেন। তবে এই মুহূর্তে তিনি জার্মানি রয়েছেন। অচিরেই সেখানে পুরোপুরিভাবে স্থায়ী হচ্ছেন। প্রথমবারের মতো বিদেশের মাটিতে জন্মদিন পালন করছেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্তচিকিৎসক। জন্মদিন ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

কোথায়?
এই মুহূর্তে জার্মানি আছি। সম্প্রতি এখানকার বাসিন্দা হয়েছি। যে কারণে প্রতিবছর ছয়মাস করে এখানে থাকতে হবে। যখনই ফ্রি থাকি এখানে চলে আসি। কিছুদিন আগে জার্মানির নাগরিকত্বের কার্ড পেয়েছি। এবার জার্মানিতেই জন্মদিন পালন করছি। প্রথমবারের মতো ভিনদেশে জীবনের বিশেষ দিনটি কাটাচ্ছি। ব্যস্ততার কারণে ছুটি তো সেভাবে পাই না। তাছাড়া দেশের রাজনীতিক অস্থিতার কারণে কয়েকমাস ধরে ক্লিনিকে রোগী কম। যার কারণে বর্তমানে ক্লিনিক বন্ধ রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অক্টোবরের মধ্যে হয়তো পুরোপুরি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন থেকে ক্লিনিক চালু থাকবে। যেহেতু এখন ফ্রি আছি সেই সুযোগ লুফে নিয়েছি। মাকে নিয়ে অবকাশ যাপন করছি। মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে দেশে আসব।

পরিকল্পনা
জন্মদিন ঘিরে কোনো পরিকল্পনা নেই। যেহেতু দেশের বাহিরে এবার প্রথম জন্মদিন এ জন্য কিছুটা খারাপ লাগতেছে। আব্বুকে ছাড়া জন্মদিন করতে হচ্ছে ভেবে আরও বেশি খারাপ লাগছে। প্রথম প্রহরে কেক কেটেছি। সবাই বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন বেশ ভালো লাগছে। আজকের দিনটি অনেক স্পেশাল। প্রতিবছর এদিনের জন্য মুখিয়ে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন।

ব্যস্ততা
ডাক্তারি পেশা ও ব্যবসা নিয়েই ব্যস্ততা। দেশে ফিরে পুরোপুরি ব্যবসায় মন দেব। এই মুহূর্তে জার্মানিতে একটি ক্লিনিকে জব করছি। সেই সঙ্গে দুবাইতেও জব করছি। দুই দেশ থেকেই টাকা উপার্জন করছি। শিগগিরই পুরোপুরি স্থায়ীভাবে জার্মানিতে বসবাস শুরু করব। তখন শুধু জার্মানিতেই জব করব। পাশাপাশি নিজেই ব্যবসা দেব। এখানে একটি ক্লিনিক করার ইচ্ছে আছে। আর দুবাই পার্টনারশিপ থাকবে।

মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

কাজের খবর
চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছি। দেশের চলমান অস্থিরতার জন্য কাজগুলো বন্ধ রয়েছে। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হচ্ছে-কাজগুলোর প্রস্তুতি নিচ্ছি। আগামী নভেম্বরে শুরু করার পরিকল্পনা আছে। ততদিনে নিজেকে আরও ভালো করে প্রস্তুত করতে পারব। দেশের পরিস্থিতি ও নিরাপত্তার ওপর সবকিছু নির্ভর করছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, তখন কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করা আমার লক্ষ্য।

বিয়ের বাজনা
দেশ-বিদেশ থেকে বিয়ের অনেক প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য পরিবার থেকে অনেক চাপ আছে। আমিও এখন বিয়ে নিয়ে ভাবছি। বিয়ে তো জীবনের একটি অংশ। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে বিয়ে করব। ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসব।

কেমন বাংলাদেশ চাই
শান্তিপ্রিয় একটি বাংলাদেশ চাই। আমরা সাধারণ জনগণ সবসময় শান্তি চাই। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শান্তির বিকল্প কিছু নেই। সুস্থভাবে যেন আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি। দেশের নিরাপত্তা যেন আরও ভালো হয় সেই কামনা করব। যদিও এখন নিরাপত্তার সমস্যা রয়েছে। অচিরেই জনজীবনে স্বস্তি ফিরে আসুক। দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গঠনে সরকার ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করি। আমরা আর হানাহানি চাই না। দেশে শান্তি ফিরে আসুক।

রূপালী বাংলাদেশ

Link copied!