ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী নারী রেবতীর মৃত্যুতে আইনি জটিলতায় পড়েছেন আল্লু অর্জুন। এই দক্ষিণি অভিনেতা এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে ইতোমধ্যেই দায়ের হয়েছে মামলা। তবে এর মধ্যেই জানা গেল, নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।
৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে রেবতী মারা যান।
রেবতীর সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু এবং তাঁর ছেলের আহত হওয়ার ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
সেই সঙ্গে ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন তিনি। গতকাল এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা।
আল্লু অর্জুন পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
আপনার মতামত লিখুন :