অভিনয়ে বরাবরই ব্যস্ততা থাকে জাকিয়া বারী মমর। সে ক্ষেত্রে অনুদান কমিটির কাজে সময় দেওয়া তার কিছুটা মুশকিল হবে। তবু চলচ্চিত্রের স্বার্থে সামলে নেবেন বলে জানালেন তিনি। মম রূপালী বাংলাদেশকে বলেন, ‘সবে প্রজ্ঞাপন হয়েছে। এখনো কর্মপরিকল্পনা জানানো হয়নি। অচিরেই দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ভাবে জানাতে পারব। দেশের মানুষের টাকায় যে চলচ্চিত্র নির্মিত হবে, সেটা যেন ভালো কিছুই হয়, সে লক্ষ্যে কাজ করব।’
সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠিত করা হয়। এই কমিটিতে আছেন মমও।
সম্প্রতি এই অভিনেত্রী বিরতি কাটিয়ে ফিরলেন অভিনয়ে। যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। গল্পের মূল বিষয়বস্তু—বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক প্রসঙ্গে মম বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।’

এদিকে, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়াও এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।
লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজে প্রায়ই দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :