বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:৪৪ পিএম

অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে: তানভীর

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:৪৪ পিএম

অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে: তানভীর

গোলাম কিবরিয়া তানভীর। ছবি: সংগৃহীত

গোলাম কিবরিয়া তানভীর, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন দর্শকপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই তিনি নাটকে নিয়মিত অভিনয় করছেন। ছোট পর্দার এই পরিচিত মুখ মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মডেলিংয়ে নাম লেখান। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই গল্প ১৮ বছর আগের। দীর্ঘ পথচলায় তিনি কয়েকশ নাটকে অভিনয় করেছেন, মডেলিং করেছেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ২০০৭ সালে। আরিফ খান পরিচালিত নাটকটির নাম ছিল ‘দাদীমা ও কিছু শালিক’। বর্তমানে ওয়েব ফিল্মে বেশি সময় দিচ্ছেন। তবে নাটকও করছেন তিনি।

এই জনপ্রিয় অভিনেতা প্রথমবারের মতো কাজ করেছেন দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্মে। চলতি মাসেই তার অভিনীত ‘৩৬-২৪-৩৬’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। ওয়েব ফিল্মটিতে নাফিজ চরিত্রে অভিনয় করেছেন তানভীর। আশা ব্যক্ত করে রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘এর গল্পটা দারুণ। প্রথমবার চরকির সঙ্গে কাজ করেছি। হ্যান্ডসম ওয়েডডিং ফটোগ্রাফার চরিত্রে আমি অভিনয় করেছি। খুবই স্মার্ট, দাশিং, হিরোয়িক ভাবে আমাকে দেখবে দর্শক। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি, দর্শক এটি পছন্দ করবেন।’

তানভীর অভিনীত এটিএন বাংলায় প্রচার চলতি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। নাটকটি পরিচালনা করছেন মুরাদ পারভেজ। এরই মধ্যে ধারাবাহিকটির ৮০০ পর্বের পথে। এই ধারাবাহিকের পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করেছেন তানভীর। এতে তাকে নতুন একটি চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন। তার আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘গোলমাল’-এর চারশো পর্ব শেষ হয়েছে।

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী এবং তানভীর সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘শেষ হয়েও হলো না শেষ’ নামের একটি একক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন এআর সাইম মৃধা। তবে এটি কোন টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আরও বেশ কিছু ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। আজ থেকে ‘প্রেম বলে কিছু নাই’ নামের নতুন একটি একক নাটকের শুটিংয়ে অংশ নেবেন তানভীর।

গোলাম কিবরিয়া তানভীর। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘শেষ হয়েও হলো না শেষ’ নাটকটির গল্প একেবারেই অন্য রকম। সচরাচর এ ধরনের গল্প নিয়ে নাটক হতে দেখিনি আমি। আমার কাছে পরিচালকের গল্প ভাবনা ও তার নির্মাণ ভালো লেগেছে। পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

কিছুদিন আগে ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে প্রথমবারের সিনেমায় অভিনয় করেছেন তানভীর। ‘রঙ্গনা’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত। প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে তানভীর বলেন, ‘শাবনূর আমার স্বপ্নের নায়িকা, তার সঙ্গে সিনেমা করেছি। অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে। তার সঙ্গে সিনেমা করা আমার ক্যারিয়ারের জন্য বড় ব্যাপার। চলতি বছরই সিনেমাটির কাজ শেষ হবে। প্রথমবার সিনেমায় কাজ করছি। আশা করছি, দর্শক ভালো কিছু পাবেন।’

অভিনয়ের বিষয়ে তানভীর বলেন, ‘সিনেমায় অভিনয় করতে চাই। অনেকদিন ধরে সিনেমায় কাজ করার স্বপ্ন ছিল। সেভাবেই ধীরে ধীরে এগোচ্ছি।’

সাম্প্রতিক সময়ে তানভীরের আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘আমার মা একজন বীরাঙ্গনা’, ‘বিলকিস’, ‘চাঁদে যাবে সাদ্দাম’, ‘চিৎকার’, ‘টিকটক কন্যা’, ‘চাঁদ হাসে আলো আসে’, ‘সিনিয়র বউ’, ‘বাবার কষ্টের টাকা’, ‘বাজিগর’, ‘ভালোবাসার প্রাচীর’, ‘লাল শাড়ি’ ইত্যাদি। তবে তানভীর অভিনীত সর্বশেষ আলোচিত ধারাবাহিক নাটক ছিল হাবিব শাকিল পরিচালিত এনটিভিতে প্রচারিত ‘পরের মেয়ে’ ধারাবাহিকটি। এতে তানভীরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রভা।

রূপালী বাংলাদেশ

Link copied!