ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

তুমি আমার চিরদিনের অধিনায়ক, গম্ভীর’কে শাহরুখ খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:৩৩ পিএম

তুমি আমার চিরদিনের অধিনায়ক, গম্ভীর’কে শাহরুখ খান

ছবি, সংগৃহীত

ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গৌতম গম্ভীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছিলেন- এখানে সেই লোকটির জন্য শুভেচ্ছা, যিনি ২৫ বছর বয়সে পদার্পণ করছেন! আপনার এনার্জি, ক্যারিশমা এবং চার্ম প্রতি বছর আরও তরুণ হয়ে উঠুক। আপনি চিরকাল ভালোবাসা ছড়িয়ে দিন।

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ এ বার্তার সঙ্গে তার এবং শাহরুখের একটি ছবিও পোস্ট করেন। যেখানে ‘কিং খান’ তাকে জড়িয়ে ধরে আছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের কোচকে পাল্টা বার্তা দিলেন শাহরুখ খান। এবং লিখেছেন- ‘আমি ২৫ ! আমার মনে হয় আমি আরও তরুণ... হা হা হা… ধন্যবাদ জিজি অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য। মাই ক্যাপ্টেন ফরএভার অ্যান্ড মোর… লাভ ইউ’।

কয়েক দিন আগে নিজের ৫৯তম জন্মদিন পালন করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা কিংবা ক্রীড়াবিদ- কেউ বাদ নেই সেই তালিকা থেকে। দীর্ঘদিন ধরেই আইপিএলের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের কো ওনার ‘কিং খান’। একদা এই দলের সঙ্গেই ক্রিকেটার হিসেবে যুক্ত ছিলেন গৌতম গম্ভীর, পরে ছিলেন মেন্টরও। ২০২৪ সালে তার তত্ত্বাবধানেই আইপিএল চ্যাম্পিয়ন হয়  কেকেআর।

শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে তাই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি গৌতম গম্ভীরও। ব্যস্ত থাকায় কিছুটা দেরি করে উত্তর দেন শাহরুখ খান। তবে সবার মন জয় করে নিয়েছে তার বার্তা।

আরবি/এস

Link copied!