দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম সাংবাদিকতায় অবদানস্বরূপ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৩ পেলেন। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীতে এক আয়োজনে সম্প্রতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মো. জাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি খুবই আনন্দিত ও সম্মানতিবোধ করছি। শেরে বাংলা সাংস্কৃতিক জোট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ও সবার দোয়া কামনা করছি।’
যশোরে জন্মগ্রহণ করা জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে বাংলা পত্রিকা দৈনিক সমাচারের মাধ্যমে ২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কাজ করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। জাহিদুল বর্তমানে দেশের প্রধান ইংরেজি দৈনিক গুলোর মধ্যে অন্যতম দ্য ডেইলি সানে সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিকতায় অবদানস্বরূপ মো. জাহিদুল ইসলাম আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র পুরস্কার ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার-২০২৩’।
মো. জাহিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশ-বিসিআরএ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :