দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন একের পর এক বক্স অফিস রেকর্ড গড়তে থাকা তাঁর ছবি পুষ্পা ২ নিয়ে খুশির জোয়ারে ভাসছিলেন। তবে হায়দ্রাবাদের এক থিয়েটারে ছবির প্রিমিয়ার শোতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে তাকে আইনি সমস্যায় পড়তে হয়েছে।
৪ ডিসেম্বর, হায়দ্রাবাদের সান্ধ্যা থিয়েটারে পুষ্পা ২: দ্য রুল ছবির প্রিমিয়ার শোতে আল্লু অর্জুনের উপস্থিতির খবরে বিশাল সংখ্যক ভক্ত জড়ো হয়। থিয়েটারের সামনে ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী এক নারী, রেবতী, প্রাণ হারান এবং তাঁর ১৩ বছর বয়সী পুত্র গুরুতর আহত হয়।
পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তা টিমের পাশাপাশি থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অভিনেতা এবং তাঁর টিম ভক্তদের আগমনের বিষয়ে কোনো আগাম বার্তা দেননি, যার ফলে থিয়েটার ম্যানেজমেন্ট যথাযথ প্রস্তুতি নিতে পারেনি।
হায়দ্রাবাদ পুলিশ কমিশনার সি.ভি. আনন্দ জানিয়েছেন, অভিনেতার উপস্থিতি ভিড়কে আরও উত্তেজিত করে তোলে। তাঁর নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে রেবতী এবং তাঁর ছেলে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। রেবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :