ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আহত হলেন রাশমিকা, সিকান্দারের শুটিং আপাতত বন্ধ...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:৪৭ পিএম

আহত হলেন রাশমিকা, সিকান্দারের শুটিং আপাতত বন্ধ...

ছবি: ইন্টারনেট

রাশমিকা মান্দানা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, কাজের প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে, সম্প্রতি তার ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। ‍‍`সিকান্দার‍‍` ছবির জন্য জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি গুরুতর আঘাত পেয়েছেন। এই আঘাতের কারণে তার শ্যুটিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, রাশমিকা এখন বিশ্রামে আছেন এবং শিগগিরই শ্যুটিংয়ে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

‍‍`সিকান্দার‍‍` ছবিটি অত্যন্ত প্রত্যাশিত, যেখানে সালমান খানের পাশাপাশি রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে দেখা যাবে। ছবিটি চলতি বছরের মার্চ মাসে, ঈদের সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রাশমিকার ঝুলিতে ‍‍`সিকান্দার‍‍` ছাড়াও আরও বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে ‍‍`থামা‍‍` এবং ভিকি কৌশলের সঙ্গে ‍‍`ছাভা‍‍` ছবিতে অভিনয় করবেন। এই ছবিগুলোও দর্শকদের জন্য অত্যন্ত প্রত্যাশিত।

রূপালী বাংলাদেশ

Link copied!