জনপ্রিয় জাপানিজ কার্টুন ডোরেমনের কণ্ঠশিল্পী নোবুয়ো ওয়ামা আর নেই। গত ২৯ সেপ্টেম্বর ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ওয়ামার এজেন্সি অ্যাক্টর সেভেন। ওয়ামার এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, নিকট আত্মীয়দের অংশগ্রহণে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ওয়ামা ১৯৭৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত নীল-সাদা রোবোটিক চরিত্র ডোরেমন হিসেবে কণ্ঠ দিয়েছেন।
জাপানের টোকিওতে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন ওয়ামা। একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী হিসেবে ১৯৫৬ সালে জাপানের এনএইচকে পাবলিক টেলিভিশনের একটি নাটকের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন।
ওয়ামা তার রাস্পি কণ্ঠের জন্য অ্যানিমে এবং শিশুদের প্রোগ্রামগুলোতে জনপ্রিয়তা অর্জন করেন। ডোরেমনের আগে ওয়ামা অ্যানিমে সিরিজ সাজায়েসান এ কিশোর বালক কাটসুওর হিসেবে কণ্ঠ দিয়েছেন ।
ডোরেমন ও নোবিতার বন্ধুত্বের গল্প নিয়ে কার্টুনিস্ট ফুজিকো এফ. ফুজিও ১৯৭০ সালে নির্মাণ ডোরেমন। মাঙ্গা ও অ্যানিমে সিরিজটি জাপান সহ সারা বিশ্বে কয়েক মিলিয়ন ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এটি কয়েক ডজন ভাষায় অনুবাদ করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে নোবিতা চরিত্রে কণ্ঠ দেয়া নরিকো ওহারা মারা যান।
আপনার মতামত লিখুন :