শ্রোতাপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে গানের ভুবনে নাম লেখান তিনি। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। গত বছরের মার্চে চুপিসারে বিয়ে করেছেন পড়শী। পাত্র হামিম নিলয়। সম্প্রতি বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরুতে এ নিয়ে কথা বলতে চাননি এই গায়িকা। তবে শেষ পর্যন্ত বিয়ের কথা স্বীকার করেছেন তিনি।
নতুন জীবনে পা রেখে পড়শী বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।’
জানা গেছে, গেল বছরের ৪ মার্চ বিয়ে হয়েছে তাদের। প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন পড়শী।
আপনার মতামত লিখুন :