ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মোহনীয় লুকে জয়া আহসান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০২:০৮ পিএম

মোহনীয় লুকে জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জয়া। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়; উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান। অভিনেত্রীর দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতটি ছবি শেয়ার করেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া।’

ছনিগুলোতে দেখা যাচ্ছে, ম্যাট রেড টপস পড়েছেন জয়া। কোন ভারী জুয়েলারি নেই, কানে ছোট একটা টপ। হালকা মেকাপে মোহনীয় লুকে ধরা দিলেন এই নায়িকা। খুবই ছিমছাম লুকে ভক্তদের চমকে দিলেন সকাল সকাল।
 

রূপালী বাংলাদেশ

Link copied!