নুহাশ হুমায়ূনের জনপ্রিয় সিরিজ ‘ষ’-এর দ্বিতীয় সিজনের ‘বেসুরা’ পর্বে ডাইনি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার তারকা জয়া আহসান। মা গুলতেকিন খান-এর সঙ্গে নুহাশ গল্পটি যৌথভাবে লিখেছেন। ক্যামিও চরিত্র হলেও ডাইনি বেশে জয়া দর্শকদের জন্য বিশেষ চমক।
জয়া বলেন, “ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে সবসময়ই আগ্রহী। গল্পের গভীরতা ও চরিত্রের গুরুত্ব আমাকে আকৃষ্ট করেছে।”
পর্বটিতে আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু প্রমুখ। শিগগিরই মুক্তি পাবে পর্বটি।
আপনার মতামত লিখুন :