ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

৬২তম মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন ভিয়েতনামের হুইন থি থান থুই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৫১ এএম

৬২তম মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন ভিয়েতনামের হুইন থি থান থুই

ছবি: হুইন থি থান থুই

ভিয়েতনামের ২২ বছর বয়সী হুইন থি থান থুই মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত ৬২তম মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় ৭০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি বিজয় মুকুট অর্জন করেন। ভেনেজুয়েলার মিস ইন্টারন্যাশনাল ২০২৩ আন্দ্রেয়া রুবিও তাকে মুকুট পরিয়ে দেন।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে থান থুই বলেন, “আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল, এবং নিজেকে প্রমাণ করতে পেরেছি। সবাইকে অসীম ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

থান থুই ২০০২ সালে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই মডেলিংয়ে তার আগ্রহ ছিল। একাডেমিক ক্ষেত্রেও তিনি প্রশংসনীয়, বর্তমানে দা নাং ইউনিভার্সিটির অধীনে ইউনিভার্সিটি অব ফরেন ল্যাঙ্গুয়েজ এবং গ্রিনউইচ ইউনিভার্সিটি ভিয়েতনামে পড়াশোনা করছেন। ভাষাতত্ত্বের শিক্ষার্থী হিসেবে তিনি ইংরেজি ও কোরিয়ান ভাষা শিখছেন, এবং জাপানি ভাষা শেখারও ইচ্ছা পোষণ করেন।

এর আগে তিনি ২০২২ সালে মিস ভিয়েতনাম, মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১ এবং মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১-এ রানার-আপ হয়েছিলেন। দেশের শীর্ষ মডেল হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন তিনি, যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

থান থুইয়ের এই সাফল্য তার নিজ দেশের জন্য গর্বের, এবং মিস ইন্টারন্যাশনাল হিসেবে তিনি বিশ্বজুড়ে ভিয়েতনামের প্রতিনিধিত্ব করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!