আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝরবে ব্যাপক শিলাবৃষ্টি। এতে হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। আশঙ্কা রয়েছে আলুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিও।
আবহাওয়া ডট কম বলছে, আগামী শনিবার ও রোববার (২২ ও ২৩ মার্চ) সারাদেশে ওই শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে।
একই সঙ্গে তীব্র বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও এমন আশঙ্কার কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ্য করা হয়, মার্চ মাসে দেশে ২/৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের এবং ১দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসেও বলা হয়েছে, শনিবার অস্থায়ী দমকা/ঝড়ো হওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
যদিও আগামী রোববারের পূর্বাভাস এখনও দেয়নি আবহাওয়া অফিস।
তবে আবহাওয়া ডট কমের পূর্বাভাস বলছে, ‘আগামী শনি ও রোববার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
‘ঢাকা শহরের উপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সাথে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’
আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক ও আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক আইডিতেও এআ পূর্বাভাসটি তুলে ধরেছেন। তিনি বিষয়টি গণমাধ্যমকর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণও করেন।
আবহাওয়া ডট কমের পূর্বাভাসে আরও বলা হয়, ‘সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত সেই আলুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়।’
‘এই আলুগুলো পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এই সকল ট্রাকের আলু হিমাগারে ঢুকাতে রাজি নাও হতে পারে।’
‘অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্হা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্হা গ্রহণ করা।’
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও দেখা গেছে, চলতি মার্চ মাসে দেশে ২/৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের এবং ১দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ এমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে তা উল্লেখ্য করা হয়নি।
যদিও বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতির কারণ হিসেবে অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গে ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।