ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:৩৪ পিএম

জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস

ছবি: সংগৃহীত

ঢাকা: জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে উৎপাদিত আনারস। সরকারের ভৌগলিক নির্দেশক ইউনিট মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ দেয়।

এই স্বীকৃতির ফলে অর্থকরী ফসলটির আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। চাষাবাদে গুণগত পরিবর্তন ও বিদেশে রপ্তানির ক্ষেত্রও তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. মুমিন হাসানের সই করা সনদে ৩১ শ্রেণিতে জিআই-৫২ নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে উল্লেখ করা হয়।

জানা গেছে, ১৯৪২ সালে মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন। তিনি ভারতের মেঘালয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে ৭৫০টি চারা এনে তার বাড়িতে আনারস চাষ শুরু করেন। সেই চাষকে সমৃদ্ধ করে বতর্মানে বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়ে থাকে।

আরবি/ এইচএম

Link copied!