ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

সারা দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১২:৩৯ পিএম

সারা দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি সংগৃহীত

ঢাকা: সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে  আগামী ২২ অক্টোবরের মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, রোববার (২০ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার গতিতে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক করতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরবি/এস

Link copied!