সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম

বিনামূল্যে গুগলের ‘জেমিনি কোড অ্যাসিস্ট’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম

বিনামূল্যে গুগলের ‘জেমিনি কোড অ্যাসিস্ট’

‘জেমিনি কোড অ্যাসিস্ট’ নামে বিনামূল্যের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক টুলস উন্মোচন করল মার্কিন টেকজায়ান্ট গুগল। এই টুলটি একক ব্যক্তি হিসেবে কোডাররা ব্যবহার করতে পারবেন। 

অর্থাৎ এটিকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যাবে না। জেমিনি কোড অ্যাসিস্ট ‘গিটহাব’ এর সঙ্গে যুক্ত থাকবে ফলে কোড এ কোনো ‘বাগ’ আছে কিনা, সেটিও স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করে গুগল। 


গুগল জানায়, কোড অ্যাসিস্ট ডেভেলপারদের চ্যাট উইন্ডোর মাধ্যমে গুগলের এআই মডেলের সঙ্গে সহজ ভাষায় কথা বলার সুযোগ দেবে। সেখানে এআই তাদের কোডবেসে প্রবেশ করতে ও সম্পাদনা করতে পারে। গিটহাব এর জনপ্রিয় ‘কো-পাইলট’ টুলের মতো জেমিনি কোড অ্যাসিস্ট কোডের ত্রুটি ঠিক করতে, নির্দিষ্ট অংশ সম্পন্ন করতে বা বোঝার অসুবিধা হলে ব্যাখ্যা দিতে পারবে। গুগলের এই এআই কোডিং সহকারী ‘জেমিনি ২.০’ মডেলের একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে, যা বিশেষভাবে কোডিং সংক্রান্ত কাজে প্রশিক্ষিত। 


প্রতি মাসে এটি ১ লাখ ৮০ হাজার কোড লেখার সুযোগ দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এ ছাড়া, এটি প্রতিদিন ২৪০টি চ্যাট রিকুয়েস্ট গ্রহণ করতে পারে, যা বিনামূল্যের গিটহাবের কো-পাইলট প্ল্যানে থাকা রিকুয়েস্টের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে ব্যবসায়িক গ্রাহকদের জন্য ‘জেমিনি কোড অ্যাসিস্ট’ বিক্রি করছে গুগল। 

গত ডিসেম্বরে, প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে, এই এআই কোডিং সহকারী শিগগিরই গিটল্যাব, গিটহাব এবং গুগল ডকসের মতো তৃতীয় পক্ষের টুলের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা পাবে। এন্টারপ্রাইজ কোড অ্যাসিস্ট প্ল্যানগুলোতে রয়েছে অডিট লগ, গুগল ক্লাউডের অন্য পণ্যের সঙ্গে সংযোগসহ আরও নানা সুবিধা।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!