সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৩৯ পিএম

শীতের পার্টির সাজ

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৩৯ পিএম

শীতের পার্টির সাজ

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সারা বছরই কমবেশি পার্টি লেগে থাকে, অফিস পার্টি, ঘরের পার্টি, ফ্যামিলি পার্টি, বিয়ের পার্টি। তবে শীতকাল এসব পার্টি একটু বেশিই দেখা যায়। একেক পার্টির জন্য সাজসজ্জা একেক রকম হয়ে থাকে। তবে আপনি কোন পার্টির জন্য কেমন সাজবেন সেই সিদ্ধান্ত আপানার। কিন্তু সবাই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। আসুন যেনে নেওয়া যাক, সবার থেকে আপনাকে আলাদা দেখাবে কোন সাজে-

অফিস পার্টি
অফিসে শীতের পার্টির আয়োজন হয়েছে। এমন সময় শুধু কাজে নয়, সাজেও যত্ন থাকা চাই। পরিপাটি হবে, কিন্তু সবার চেয়ে আলাদা। অনেকেই এ দিনের জন্য পছন্দের বিশেষ রঙের পোশাকটি আলাদা করে তুলে রেখেছেন। সহকর্মীকে সাজে টেক্কা দিতে বেছে নিতে পারেন সবুজ, সাদা কিংবা হালকা গোলাপি রঙের পোশাক। সিক্যুইনের ছোঁয়া রাখতে পারেন সেই সাজে। সবুজ টপের সঙ্গে রং মিলিয়ে ট্রাউজার্স পরতে পারেন। টপের উপরে একটি ব্লেজার চাপিয়ে নিলেও খারাপ লাগবে না। তবে শাড়ির কাছে সবকিছু বাদ পরে যাবে মনে হয়, এক রঙের বা কালারফুল শাড়ি পরতে পারেন অফিসের পার্টিতে, সঙ্গে পরতে পারেন শাল।

সঙ্গীর সঙ্গে পরিকল্পনা
ভালোবাসার রং লাল হলেও, শীতের সময় সঙ্গীর সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে অন্য রং বেছে নিতেই পারেন। পরিকল্পনা যতই বড় হোক, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপোস করলে চলবে না। তাই পরে অস্বস্তি হচ্ছে, এমন পোশাক বাছবেন না। পোশাকের ক্ষেত্রে স্বস্তির পাল্লা ভারী হওয়া জরুরি। নজর দিতে পারেন পোশাকের রঙেও। এমন কোনো রঙের পোশাক পরুন, যাতে শুধু নিজের মন থাকে ফুরেফুরে সঙ্গে মনের মানুষটিও যেন নজর না সরে। সঙ্গীকে উতলা করে রাখতে পারেন শাড়ি পরে, কথায় আছেনা শাড়িতে নারী।

বন্ধুদের সঙ্গে নৈশপার্টি
সঙ্গে বন্ধুরা থাকবে মানেই আলাদা স্বস্তি। সহপাটিদের সঙ্গে বড়দিনের পার্টিতে পরতে পারেন ভেলভেটের কোনো পোশাক। শীতের কথা ভুলে গেলে চলবে না। ভেলভেট ডিসেম্বরের শীতে খানিক উষ্ণতা দেবে। রঙ-বেরঙ্গের ড্রেস পরতে পারেন, একটু পরিবর্তন থাকতে পারে। তবে সাজে একটু হলেও লালের ছোঁয়া রাখতে পারেন। কারণ ডিসেম্বরে লাল রং ভালো লাগে। হাতে লাল ব্যান্ড পরে নিতে পারেন। চুলেও লাল রঙের ক্লিপ আটকাতে পারেন। স্টাইলিং করুন স্টকিংস দিয়ে। দেখতে ভালো লাগবে, ঠান্ডাও লাগবে না

সপরিবারে রেস্তোরাঁয় 
কারণ যা-ই হোক, খাওয়া-দাওয়া ছাড়া বাঙালির উদযাপন অসম্পূর্ণ। আর এমন আমোদের দিনে বাড়ির সবার সঙ্গে খেতে গেলে, সাজগোজ হওয়া চাই জমকালো। পাশ্চাত্য সংস্কৃতির উদযাপনে বেছে নিতে পারেন পশ্চিমি পোশাক। সেক্ষেত্রে প্যাস্টেল শেডের মিডি ড্রেস পরতে পারেন। সঙ্গে লং ড্রেস একটা হাঁটু ঝুল কার্ডিগান পরলে বেশ দেখাবে। পায়ে সাদা স্নিকার্স, কানে গোল রিং, হালকা মেকআপ আর ন্যুড লিপস্টিক। এই খুঁটিনাটি দিকগুলোতে নজর দিলে, শীতের রাতের সাজ পরিপাটি হবে।

আরবি/ এম এইচ এম

Link copied!