ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চলচ্চিত্র নিয়ে পড়াশোনা

ডাকছে ইরানের সুরে বিশ্ববিদ্যালয়

ওমর ফারুক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত

যুগ যুগ ধরে এশিয়ার চলচ্চিত্র শিল্পে ইরানি সিনেমা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আসছে। ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, আব্বাস কিয়ারোস্তামি ও সাইফুল্লাহ দাদারের মতো পরিচালকদের সিনেমার মানবিক গল্প, নিখুঁত দৃশ্যধারণ ও গভীর দার্শনিক বিষয়বস্তুতে পূর্ণ সিনেমাগুলোর ধারা এশিয়ার বিভিন্ন দেশের সিনেমাকে প্রভাবিত করেছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে।

বাংলাদেশি নির্মাতা তৌকীর আহমেদ, খিজির হায়াত খান এবং বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেক তরুণ নির্মাতাদের সিনামায়ও পাওয়া যায় ইরানি ছোঁয়া।একবার ভাবুন তো, যে দেশে আছে বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র ও বিশ্ব বিখ্যাত সব চলচ্চিত্র নির্মাতা সেই দেশের বিশ্ববিদ্যালয়েই আপনি পড়তে পারবেন চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে। আপনার স্বপ্ন যদি হয় চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করা, তাহলে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে সদ্য অস্কার বিজয়ী নির্মাতা আসগর ফরহাদিসহ বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের দেশ।

জনপ্রিয় ইরানি সিনেমা শিল্প নিয়ে পড়াশুনার দারুণ সুযোগ করে দিচ্ছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সুরে বিশ্ববিদ্যালয়। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।
২০১৮ সাল থেকে প্রথমবারের মতো ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে।

উল্লেখ্য ‘সুরে’ বিশ্ববিদ্যালয়টির সিনেমা বিভাগের বিশ্বব্যাপী রয়েছে দারুণ চাহিদা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি Konradolf University of German, Bilgi University of Turkey mn Italy, Poland, Cuba, Korovasi I South Korea-এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শর্ট ফিল্ম বিষয়ে বিভিন্ন কোর্স আদান-প্রদান হচ্ছে। হাতে কলমে সিনেমা তৈরিসহ হরেক রকম বিষয়ে পাঠ দান করা হয়। এ ছাড়া কলা অনুষদের অন্যান্য বিষয়েও রয়েছে দারুণ সম্ভাবনা। অন্যান্য বিভাগ হচ্ছে নাটক, পেইন্টিং, গ্রাফিক, সংগীত, ক্যালিগ্রাফি অ্যান্ড পেইন্টিং, হ্যান্ডি ক্র্যাফট, ইসলামিক 
আর্ট, অ্যানিমেশন।

এ ছাড়া কালচার অ্যান্ড কমিউনিকেশন ফ্যাকাল্টির অধীনে রয়েছে আর্ট অ্যান্ড কালচার ম্যানেজমেন্ট, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড প্রোপাগান্ডা, পাবলিক রিলেশনসহ ইত্যাদি বিষয়। ইরানের বিখ্যাত আর্কিটেকচার নিয়ে রয়েছে সম্পূর্ণ আলাদা ফ্যাকাল্টি। সমগ্র ইরানে এক নামে প্রসিদ্ধ অসংখ্য তারকা রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। যারা বিভিন্ন সময়ে দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে নাটক, সিনেমা পরিচালনা, পেইন্টিং, মিউজিক অ্যান্ড কম্পোজিশনে পুরস্কার বিজয়ী।

এ ছাড়া ইরানের বিখ্যাত ফজর ফিল্ম ফ্যাস্টিভ্যাল, ফজর নাট্য ফ্যাস্টিভ্যাল, আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল, অ্যানিমেশন ফ্যাস্টিভ্যাল আয়োজনে বিশ্ববিদ্যালয়টি মূল ভূমিকা পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়টির থিয়েটার বিভাগ তাদের নাট্যদল নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে যাচ্ছে।

সুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অদূর ভবিষ্যতে বাংলাদেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপ ও শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, ইরানি নাট্যদল প্রেরণ ও বাংলাদেশ থেকে নাট্যদল আনার আশাবাদ ব্যক্ত করেছে। তাই আপনার স্বপ্ন যদি হয় চলচ্চিত্র নিয়ে পড়াশোনার তাহলে ইরান হতে পারে একটি আদর্শ স্থান। 
http://en.soore.ac.ir/  সাইটটিতে প্রবেশ করে দেখুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব তথ্য। বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব ধরনের তথ্য পাওয়া যাবে।