সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০২:১৬ পিএম

সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০২:১৬ পিএম

সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

ছবি: রূপালী বাংলাদেশ

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সাদিয়া তারান্নুম। এটি সালাহ উদ্দিন মাহমুদের পঞ্চম গল্পগ্রন্থ এবং পনেরোতম বই।

‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইটিতে মোট ১৩টি গল্প স্থান পেয়েছে। গল্পসমূহ হলো- ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’, ‘হালিমে আঙুলের হদিস’, ‘জলের ভেতর অনল’, ‘রবিতনের অন্তিম সংযম’, ‘নুন আনতে জীবন ফুরায়’, ‘একটি মসজিদের ইতিবৃত্ত’, ‘কাঁচ ভাঙা স্বপ্ন’, ‘আঁচলে বাঁধা চিরকুট’, ‘আদিম লালসার খদ্দের’, ‘কলেরাকালের দিনলিপি’, ‘অন্ধকারের শেষ সীমান্তে’, ‘মায়ের হাতের মলিদা’ এবং ‘মুঠোফোন এবং মমতাময়ী মা’।

সালাহ উদ্দিন মাহমুদ বাংলা সাহিত্যে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে গবেষণা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাজিব মণ্ডলের অধীনে। পেশাগত জীবনে দশ বছর ধরে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ফিচার বিভাগে কর্মরত। তিনি গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, কলাম ও ছড়া লিখে থাকেন।

সালাহ উদ্দিন মাহমুদের গল্পের বই ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও ‘এখানে কয়েকটি জীবন’। কবিতার বই ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’। সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ ও সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। উপন্যাস ‘মমতা’। প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের একাল-সেকাল’ ও ‘বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা’। কিশোর জীবনকথা ‘হাজী মহম্মদ মহসীন’। শিশুতোষ বই ‘স্বাধীনতার গল্প’ ও ‘ছোটদের ছয় ঋতু’।

গল্পগ্রন্থ সম্পর্কে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘দুই বছর বিরতির পর নতুন গল্পগ্রন্থ প্রকাশিত হলো। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৭৫-৭৬-৭৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশের অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাচ্ছে।’

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান,‘সালাহ উদ্দিন মাহমুদের গল্প বরাবরই জীবনের কথা বলে। নানাবিধ সংকট উঠে আসে তার লেখনীতে। তার গল্পে ভালোবাসা, হিংসা, মানবিকতা, জীবনযুদ্ধ, রহস্য, নিম্নবিত্ত জীবন, স্বপ্ন, সম্ভাবনা, প্রবৃত্তি, হতাশা এবং জীবন-স্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। আশা করি এবারের গল্পগুলোও পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!