মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:৩৩ এএম

ভিনগ্রহের পানি ‘প্লাস্টিক আইস সেভেন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:৩৩ এএম

ভিনগ্রহের পানি ‘প্লাস্টিক আইস সেভেন’

ছবিঃ- সংগৃহীত

আমরা সবাই জানি পানির সাধারণত তিনটি রূপ। কঠিন (বরফ), তরল ও বাষ্প। তবে ভিনগ্রহেও কি একই ধরনের পানি পাওয়া যায়? এই প্রশ্ন নিয়ে বিজ্ঞানীদের গবেষণা বহুদিনের। এবার সেই রহস্যের জট কিছুটা খুলেছে। প্রথমবারের মতো বিজ্ঞানীরা পানির এক নতুন রূপ ‘প্লাস্টিক আইস সেভেন’ তৈরি করতে সক্ষম হয়েছেন।

ফ্রান্সের ইনস্টিটিউট লাউ-ল্যাঞ্জেভিন এর একদল বিজ্ঞানী ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন, তারা ৬ গিগাপ্যাসকেল চাপ এবং ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে উত্তপ্ত করে এই নতুন রূপ তৈরি করেছেন। এ কাজে তারা কোয়াসি-ইলাস্টিক নিউট্রন স্ক্যাটারিং (QENS) প্রযুক্তি ব্যবহার করেছেন যা হাইড্রোজেন পরমাণুর গতিবিধি শনাক্ত করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ‘প্লাস্টিক আইস সেভেন’ এ তরল পানি ও বরফের বৈশিষ্ট্য একসঙ্গে বিদ্যমান। পদার্থবিদ মারিয়া রেসিগনো জানান, উচ্চ চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুগুলো একটি অনন্য কাঠামো গঠন করে যেখানে এগুলো স্থির না থেকে মাইক্রোস্কোপিক স্তরে ঘূর্ণায়মান থাকে। এই অস্বাভাবিক গঠনের কারণেই এর নাম দেওয়া হয়েছে ‘প্লাস্টিক আইস’।

বিজ্ঞানীরা মনে করছেন, আমাদের সৌরজগতের নেপচুন, ইউরেনাস এবং বৃহস্পতির চাঁদ ইউরোপায় এই প্লাস্টিক আইস সেভেনের অস্তিত্ব থাকতে পারে। এই আবিষ্কার বরফে ঢাকা গ্রহ ও উপগ্রহগুলোর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক কার্যকলাপ সম্পর্কে নতুন তথ্য দেবে।

নতুন এই সন্ধান ভবিষ্যতে মহাবিশ্বের জলবায়ু ও প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এতদিন আমরা পানি বলতে তিনটি রূপকেই চিনতাম কিন্তু ‘প্লাস্টিক আইস সেভেন’ আমাদের মহাবিশ্বের নতুন এক রহস্য উন্মোচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি শুধু বিজ্ঞানীদেরই নয় বরং মহাকাশ গবেষণার জন্যও এক বিপ্লবী আবিষ্কার হয়ে উঠতে পারে।

আরবি/শিতি

Link copied!