সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:৪৩ পিএম

ঈদের ছুটিতে দেশ-বিদেশ

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:৪৩ পিএম

ঈদের ছুটিতে দেশ-বিদেশ

ছবি: সংগৃহীত

আর কিছুদিন পরেই ঈদ। ঈদ মানেই উৎসব, আর উৎসবের অন্যতম অনুষঙ্গ ঘোরাঘুরি। সারা বছরের ব্যস্ততা ভুলে ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করেন অনেকেই। 

দেশের নানা পর্যটন স্পট থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলোতেও বেড়ানোর প্রবণতা দিন দিন বাড়ছে। কেউ পরিবার নিয়ে যান দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে, আবার কেউ ছুটে যান দেশের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জনের আশায়। 

এ সময় এয়ারলাইন্স ও ট্যুর কোম্পানিগুলো বিভিন্ন অফার দিয়ে পর্যটকদের ভ্রমণ সহজ করে তোলে। চলুন জেনে নেওয়া যাক ঈদের ছুটিতে ঘুরে আসার মতো দেশীয় ও আন্তর্জাতিক কিছু জনপ্রিয় গন্তব্যের কথা।

দেশের মধ্যে ঈদ ভ্রমণের সেরা গন্তব্য

কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার যেন প্রকৃতির এক বিস্ময়। সারি সারি ঝাউবন, নরম বালুর বিছানা আর সামনে অপার নীল সমুদ্র; সব মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। ঈদের ছুটিতে কক্সবাজার হয়ে ওঠে উৎসবমুখর। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানী, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ এবং সেন্ট মার্টিনও পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। শহর থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভে ভ্রমণ আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয়।

সাজেক 
যদি কেউ প্রকৃতি, মেঘ আর পাহাড় ভালোবাসেন; তবে সাজেক হতে পারে আপনার ঈদের ছুটির জন্য আদর্শ গন্তব্য। খাগড়াছড়ির এই পাহাড়ি জনপদে পৌঁছানোর পথে কখনো দেখা যাবে কুয়াশায় মোড়া উপত্যকা, কখনো রোদের ঝলকানি। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চাঁন্দের গাড়িতে চড়ে সাজেকে যাত্রাই এক রোমাঞ্চ। সকালে রোদের তাপে গরম লাগলেও হঠাৎ করেই চারপাশ ঢেকে যেতে পারে সাদা তুলার মতো মেঘে। এখান থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য, যা মুগ্ধ করে পর্যটকদের।

জাফলং 
সিলেটের অন্যতম দর্শনীয় স্থান জাফলং। ঈদের ছুটিতে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ জায়গা। পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সত্যিই অনন্য। ওপারে মেঘালয়ের সবুজ পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। এখান থেকে খুব কাছেই মায়াবী ঝরনা, যেখানে গেলে মনে হবে যেন প্রকৃতির এক নিঃশব্দ ডাক এসে ছুঁয়ে যাচ্ছে হৃদয়।

কুয়াকাটা
বাংলাদেশের একমাত্র সমুদ্রসৈকত যেখানে দাঁড়িয়ে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, সেটি কুয়াকাটা। প্রকৃতির এই বিস্ময়কর সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন পর্যটকরা এখানে আসেন। ঈদের ছুটিতে কুয়াকাটার বেলাভূমিতে পর্যটকদের ঢল নামে। গঙ্গামতির বাঁক, লেবুরচর, ফাতরার বনসহ আশপাশের দর্শনীয় স্থানগুলো মনোমুগ্ধকর অভিজ্ঞতা এনে দেয়। কুয়াকাটার সাগর সৈকতে জেলেদের মাছ ধরার দৃশ্যও অনেকের কাছে বেশ আকর্ষণীয়।

বিরিশিরি
নেত্রকোনা শহর থেকে একটু দূরে গেলে দেখা মেলে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীল জলরাশি। চারপাশের গারো-হাজং সংস্কৃতি, সাদা মাটির পাহাড় আর নীল পানির লেক মিলিয়ে এটি এক অনন্য ভ্রমণগন্তব্য হলো বিরিশিরি। ঈদের ছুটিতে যদি কেউ একটু নিরিবিলি পরিবেশে প্রকৃতির সান্নিধ্য চান, তবে তার জন্য বিরিশিরি হতে পারে দারুণ একটি স্থান।

দেশের বাইরে ঈদ ভ্রমণের সেরা গন্তব্য

ভারত
ঈদের ছুটিতে অনেকেই পছন্দ করেন পাশের দেশ ভারতকে। কলকাতার ঐতিহাসিক স্থান, যেমন- ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ বা পার্ক স্ট্রিট যেমন জমজমাট, তেমনই উত্তরের হিমাচল প্রদেশের মানালি ও শিমলা পাহাড়প্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয়। জম্মু-কাশ্মীরের গুলমার্গ আর লাদাখের নিসর্গ সৌন্দর্য ঈদের ছুটিতে বাড়তি আনন্দ দিতে পারে।

ভুটান
যারা প্রকৃতির সান্নিধ্যে শান্ত একটি ছুটি কাটাতে চান, তারা ভুটানকে বেছে নিতে পারেন। থিম্পুর ক্লক টাওয়ার, পার শহরের টাইগার্স নেস্ট মনাস্ট্রি আর পুনাখার ঐতিহাসিক স্থাপনাগুলো দেখলে মনে হবে যেন স্বর্গের এক টুকরো জায়গায় এসে পৌঁছেছেন। ঈদের ছুটিতে এখানে এলে হিমালয়ের পাদদেশে নির্মল বাতাসের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ মিলবে।

নেপাল
নেপাল ভ্রমণের মূল আকর্ষণ হিমালয়ের সৌন্দর্য। পোখারায় গিয়ে কেউ চাইলে প্যারাগ্লাইডিং করতে পারেন, কিংবা নাগরকোট থেকে দেখা যায় হিমালয়ের মন্ত্রমুগ্ধকর সূর্যোদয়। এ ছাড়া কাঠমান্ডুর ঐতিহ্যবাহী মন্দির ও স্থাপত্য ঈদের ছুটির ভ্রমণকে সমৃদ্ধ করে তুলতে পারে।

সিঙ্গাপুর
যারা আধুনিক শহরের ঝলমলে পরিবেশ উপভোগ করতে চান, তারা ঈদের ছুটিতে যেতে পারেন সিঙ্গাপুর। মেরিনা বে স্যান্ডস, সেন্তোসা দ্বীপ, সিঙ্গাপুর ফ্লাইয়ার, এবং বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর চ্যাঙ্গির জুয়েল এখানে দেখার মতো স্থান।

থাইল্যান্ড
ব্যাংকক, পাতায়া, ফুকেট বা চিয়াংমাই; থাইল্যান্ডের প্রতিটি শহরেই আছে কিছু না কিছু চমক। পাতায়ার সমুদ্রসৈকতে প্যারা গ্লাইডিং, ব্যাংককের গ্র্যান্ড প্যালেস কিংবা ফুকেটের বাঞ্জি জাম্পিং সব মিলিয়ে এটি হতে পারে ঈদের ছুটির জন্য দারুণ একটি গন্তব্য।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার, লঙ্কাউই দ্বীপের সাদা বালুর সৈকত আর ক্যামেরুন হাইল্যান্ডের চায়ের বাগান ঈদের ছুটিতে বাড়তি আনন্দ দিতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপ সমুদ্রপ্রেমীদের জন্য এক স্বপ্নরাজ্য।

ঈদের ছুটি ভ্রমণের জন্য এক দারুণ সময়। চেনা শহর থেকে বেরিয়ে প্রকৃতি বা নতুন সংস্কৃতির মাঝে হারিয়ে যাওয়া শুধু মনের প্রশান্তিই আনে না, জীবনের নতুন দিগন্তও উন্মোচন করে। এবার ঈদে কোথায় যাচ্ছেন? সিদ্ধান্ত নিয়ে ফেলুন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতার সন্ধানে!
 

আরবি/এসএম

Link copied!