সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:৫৪ পিএম

স্কিলভিত্তিক ক্যারিয়ার প্ল্যানিং

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:৫৪ পিএম

স্কিলভিত্তিক ক্যারিয়ার প্ল্যানিং

ছবি: সংগৃহীত

সময় বদলেছে। এখন আর ভালো রেজাল্ট বা একটা সার্টিফিকেটই যথেষ্ট নয়। চাকরি বা উদ্যোক্তা হওয়া স্বপ্ন হোক, সফল হওয়ার জন্য লাগবে প্রাসঙ্গিক স্কিল; যা কাজের জগতে বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। এ কারণেই ক্যারিয়ার প্ল্যানিং এখন স্কিলভিত্তিক না হলে তা টিকতে পারে না।

বিশ্বজুড়ে দক্ষতার মানচিত্র বদলে যাচ্ছে দ্রুত। প্রযুক্তি, যোগাযোগ, বিশ্লেষণ, সৃজনশীলতা, সব জায়গায় স্কিল-সেন্ট্রিক কাজের চাহিদা বাড়ছে। চলতি সময়ে যেসব স্কিল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, নিচে সেগুলোরই কিছু সংক্ষিপ্ত আলোচনা-

১. ডিজিটাল লিটারেসি ও টেক স্কিলস
ইন্টারনেট আর কম্পিউটার এখন আর বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার সরঞ্জাম। তাই ডিজিটাল লিটারেসি এখন সবার জন্য অপরিহার্য। এর সঙ্গে যোগ হয়েছে ডেটা অ্যানালিটিক্স, পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং, এমনকি সাইবার সিকিউরিটি। আইটি ও সফটওয়্যার খাতে ক্যারিয়ার করতে চাওয়ারা এগুলোর ওপর দক্ষতা অর্জন করলে এগিয়ে থাকবে অনেকটা পথ।

২. কমিউনিকেশন ও কনটেন্ট স্কিল
টেকনোলজির বাইরে যাদের আগ্রহ, তাদের জন্য কমিউনিকেশন স্কিল, কনটেন্ট রাইটিং, কপি রাইটিং, কিংবা ভিডিও প্রোডাকশন; এ স্কিলগুলো খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ব্র্যান্ড বিল্ডিং, সব জায়গায় এ স্কিলের চাহিদা আকাশছোঁয়া।

৩. ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল
গ্রাফিক ডিজাইন, ইউজার ইন্টারফেস (ইউআই), ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন, মোশন গ্রাফিক্স এ স্কিলগুলো যারা রপ্ত করতে পারে, তারা চাইলেই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে জায়গা করে নিতে পারে। ক্যাম্পাস থেকেই অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে মাসে লাখ টাকার বেশি আয় করছে, শুধু ডিজাইনে পারদর্শী হয়ে।

৪. ক্রিটিক্যাল থিংকিং ও প্রবলেম সলভিং
প্রযুক্তি বদলায়, সফটওয়্যার আপডেট হয়। কিন্তু বিশ্লেষণক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তা, সমস্যা শনাক্ত ও সমাধান করার ক্ষমতা, এসব স্কিল যুগের পর যুগ টিকে থাকে। চাকরি হোক বা নিজস্ব উদ্যোগ, বাস্তব সমস্যা বুঝে তার সমাধান বের করতে পারা মানেই তুমি একজন মূল্যবান মানুষ।

৫. এন্টারপ্রেনারশিপ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট
নিজের কিছু শুরু করার ইচ্ছা থাকলে এন্টারপ্রেনারশিপ স্কিল যেমন, আইডিয়া ডেভেলপমেন্ট, মার্কেট অ্যানালিসিস, ফিন্যান্স ম্যানেজমেন্ট, এ স্কিলগুলো শেখা জরুরি। পাশাপাশি প্রজেক্ট ম্যানেজমেন্ট (যেমন-Agile, Scrum) জেনে কাজ করতে পারলে কোনো দল পরিচালনা করা বা লিডারশিপ নেওয়া সহজ হয়।

ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি শুরু হোক স্কিল দিয়ে। রেজাল্টের পাশে যদি থাকে সত্যিকারের দক্ষতা, তাহলে কোনো স্বপ্নই অধরা থাকে না। স্বপ্নবাজরা নিজেদের সময়ের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকে বলেই তারা ইতিহাস লেখে।

আরবি/এসএম

Link copied!