সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ডা. তাসমিন আরা

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৪:১৫ পিএম

অস্টিও- আর্থ্রাইটিজজনিত হাঁটুর ব্যথায় করণীয়

ডা. তাসমিন আরা

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৪:১৫ পিএম

অস্টিও- আর্থ্রাইটিজজনিত হাঁটুর ব্যথায় করণীয়

ছবি: সংগৃহীত

ব্যথা কি 
ব্যথা কোনো রোগ নয়, ব্যথা বিভিন্ন লক্ষণ মাত্র। ব্যথা হচ্ছে এক প্রকার অনুভূতি যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের শরীরের কোনো একটি অংশ স্বভাবিকভাবে কাজ করছে না। ব্যথা মানব শরীরের বিভিন্ন অংশে হতে পারে। যেমন- জোড়াসমূহে ও মাংশপেশিতে। তবে জোড়ার ব্যথায় মানুষ বেশি আক্রান্ত হয়।

এসব জোড়ার ব্যথার মধ্যে হাঁটুর ব্যথা বয়স্ক লোকদের মধ্যে বেশি দেখা যায়। বয়স হলে হাঁটুর ব্যথা নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। আর এ বয়সে কাউকে না পেলে একাই চলতে হয়, এই একা চলার পথকে ধরেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই একলা চলার পথের সঙ্গী হচ্ছে আমাদের হাঁটু। হাঁটা ছাড়া আমরা এক স্থান হতে অন্য স্থানে যেতে পারি না। ব্যথা সব বয়সেই হয়, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, যাকে ইংরেজিতে বলা হয় যে অস্টিও-আর্থ্রাইটিজ।

কি কি সমস্যা হতে পারে

১.বসা হতে উঠতে কষ্ট বোধ করা 
২.বেশিক্ষণ হাঁটতে না পারা 
৩. মাজ পড়তে গিয়ে, হাঁটু যখন-তখন টন টন করে 
৪.কখনো কখনো হাঁটুতে শব্দ হয়
৫.হাঁটু নড়াচড়া করলে বা ভাঁজ করলে কষ্ট বাড়ে
৬.তীব্র ব্যথা হলে ফুলে যায় বা লাল হয়ে যায়

এমন ব্যথার কারণ

১.আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে
২.লিগামেন্ট বা মিনিসকাসের ইনজুরির কারণে হাঁটুতে ব্যথা হতে পারে
৩.খেলাধুলা বা দাঁড়ানোর সময় হঠাৎ পড়ে গিয়ে হাঁটু মচকে গিয়ে ব্যথা হতে পারে 
৪.বারসা বা টেনডনের আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে 
৫.লিগামেন্ট ইনজুরির কারণে হাঁটুতে ব্যথা হতে পারে

হাঁটু মজবুত রাখার উপায়

হাড়ের মূল উপাদান আমিষ কোজেন এবং ক্যালসিয়াম। প্রাকৃতিক নিয়মেই ৩০ বছরের পর হতে হাড়ের ঘনত্ব ও পরিমাণ কমতে থাকে। হাঁটু দুর্বল ও ভঙ্গুর ও হতে থাকে। ৫০ হতে ৬০ বছরের দিকে হাড় অনেক দুর্বল হয়ে পড়ে। এজন্য হাড়কে মজবুত রাখতে হলে আমিষ কোলাজেন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে কবে।

হাঁটুর ব্যথা প্রতিরোধের উপায়

১.হাঁটু ভাঁজ করে বেশিক্ষণ বসে কাজ করবেন না।
২.অতিরিক্ত ওজন পরিহার করুন এবং স্বাভাবিক ওজন বজায় রাখুন 
৩.এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না
৪.ভারী বস্তা বহন করবেন না
৫.হাই কমোড ব্যবহার করুন 
৬.খাওয়ার সময় চেয়ারে বসে কাজ করুন
৭.সিড়ি দিয়ে উঠানামা করার সময় সিড়ির রেলিং ব্যবহার করুন

ফিজিওথেরাপি চিকিৎসা

হাঁটুর ব্যথার চিকিৎসা করে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব নয়, কিছুটা কমে এ কথাটি ঠিক নয়। কারণ সমস্যা সঠিকভাবে নিরুপণ করে, সঠিক চিকিৎসা দিলে অবশ্যই ভালো হবে। ব্যথা যখন খুব বেশি হয়, তখন অনেকেই ব্যথানাশক ওষুধ, মালিশ ও গরম সেক দিয়ে ব্যথা কিছুটা কমায়, কারণ তারা না বুঝে নিজেদের চিকিৎসা নিজেরাই করে। এভাবে চলে দীর্ঘদিন। যখন এগুলোও কাজ করে না, তখন ব্যথা তাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে যায়।

কিন্তু যদি প্রথম পর্যায়ে এসব রোগীরা ফিজিওথেরাপি চিকিৎসা নিত এবং নিয়মকানুন মেনে চলত, তাহলে এ রোগের পরিপূর্ণ চিকিৎসা করা সম্ভব এবং অস্টিও-আথ্রাইটিজ নামক রোগটিও হতো না। এ রোগটি পরিপূর্ণ কন্ট্রোলে রাখা যেত। ফলে এ রোগটি হতে তাকে পরিপূর্ণ সুস্থ করা যেত। জীবন অনেক সুন্দর। আর সুন্দরভাবে বাচতে বা ব্যথামুক্তভাবে জীবনযাপন করতে হলে এ অবস্থায় দৈনন্দিন জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে হবে। সঠিক ও মান সম্মত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।

লেখক : তাসমিন আরা, বাত-ব্যথা, আর্থ্রাইটিজ, প্যারালাইসিস ও ব্যাক পেইন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১ শাখা
 

আরবি/এসএম

Link copied!