ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বিচ্ছেদের পর প্রেমিকের দেওয়া উপহার কী করবেন?

ফিচার ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

জীবন মানেই প্রেম-বিচ্ছেদ। সকলেই কখনও না কখনও বিচ্ছেদের যন্ত্রণা পেয়েছেন। সঙ্গীকে ভুলতে এখনকার দিনে অধিকাংশই প্রাক্তনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেন। কারণ কথাতেই আছে, ‘চোখের আড়াল মানেই মনের আড়াল।’ কিন্তু তাতেও কি ভোলা যায়?

চোখের সামনে থাকা প্রেমিকের দেওয়া উপহার বারবার মনে করিয়ে দেয় একসঙ্গে কাটানো মুহূর্তগুলো। যা বারবার কাঁটার মতো মনে বিঁধে। সেই সমস্যা সমাধানে দারুণ উপায় নিয়ে হাজির হলো ডেটিং অ্যাপ ‘টিন্ডার’। ব্যাপারটা কী?

নেটিজেনদের কাছে ‘টিন্ডার’ বহুল জনপ্রিয়। কারণ, ডান আর বামে সোয়াইপ করলে যে মনের মানুষ পাওয়া যায়, তা দেখিয়েছে এই অ্যাপই। এবার বিচ্ছেদের যন্ত্রণা ভোলানোর উপায় নিয়ে হাজির। কী সেই উপায়?

জানা গেছে, অভিনব এক ট্রাক এনেছে টিন্ডার। তার একপাশে লেখা ‘এক্স-প্রেস ডিসপোসাল ট্রাক’। অন্য়দিকে লেখা রয়েছে, ‘কোজ: ইমোশনাল বাগেজ ইনসাইট’।

প্রেমিকের দেওয়া উপহার, যা আজ আপনার কাছে অপ্রয়োজনীয়, তা নির্দ্বিধায় ফেলে দিতে পারেন এই ট্রাকে। বড় বড় শহরে যেখানে এই ট্রাক ঘুরছে সেখানকার বহু বাসিন্দা ইতোমধ্যেই তাতে রেখে গেছেন প্রাক্তনের দেওয়া বহু উপহার। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে এই প্রয়াস।

এই আইডিয়ার প্রশংসা করেছেন অনেকেই। কেউ আবার বলেছেন, যেন তার এলাকায় যায় এই ট্রাক। কেউ আবার কমেন্ট বক্সেও প্রাক্তনকে খোঁচা মারতে ছাড়েননি। লিখেছেন, ‘আমার প্রাক্তন তো কিছুই দেননি।’ তবে উপহার ফেলে দিলেই কী মন থেকে মোছা যায়? সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে টিন্ডারের এই উদ্যোগ।