সুগন্ধি মাউস আনছে আসুস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:৫৫ এএম

সুগন্ধি মাউস আনছে আসুস

ছবি: ইন্টারনেট

প্রযুক্তি বাজারে চমক তৈরি করতে অভিনব সুগন্ধি মাউস তৈরি করেছে আসুস। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সঙ্গে ব্যবহার করা যাবে ‘ফ্রেগ্রেন্স মাউস’। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে মাউসটি। 

গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) প্রদর্শনীতে আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপ বিশেষ নজর কেড়েছিল প্রযুক্তিপ্রেমীদের। 

ল্যাপটপটির ঢাকনায় একটি ম্যাগনেটিক অয়েল ডিফুইজার যন্ত্র রয়েছে। ফলে কাজ করার সময় ল্যাপটপ গরম হয়ে গেলে যন্ত্রটি থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারপাশে। এরই ধারাবাহিকতায় এবার সুগন্ধি মাউস আনতে যাচ্ছে আসুস।

মাউসটির নকশা বেশ সাধারণ। এতে দুটি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচের অংশে যুক্ত করা হয়েছে আকারে ছোট একটি চেম্বার। এই চেম্বারে রিফিলযোগ্য শিশিতে প্রয়োজনীয় সুগন্ধি তেল ভরে রাখা যায়। 

ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসটিতে ভরে রাখতে পারবেন। ব্যাটারিতে চলা মাউসটি ব্লুটুথ বা ২ দশমিক ৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজেই ল্যাপটপের সঙ্গে যুক্ত করা সম্ভব। 

‘ইরিডেসেন্ট হোয়াইট’ও ‘রোজ ক্লে’ রঙে বাজারে পাওয়া যাবে মাউসটি। তবে মাউসটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আসুস। এ বিষয়ে অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, মাউসটির দাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
সূত্র: দ্য ভার্জ

রূপালী বাংলাদেশ

Link copied!