শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৩০ এএম

ইফতার ও সেহরিতে যা খাবেন, যা খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৩০ এএম

ইফতার ও সেহরিতে যা খাবেন, যা খাবেন না

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে পবিত্র রমজান মাস। রমজান বছরের শ্রেষ্ঠ মাস। এই মাস মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুকম্পা। রমজানে অত্যধিক নেক আমল ও জিকির-আজকার করা উচিত। এতে বিপুল পরিমাণে সওয়াব লাভ হবে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সহবাস ও যেকোনো ধরনের অশ্লীলতা থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানেরা।

রমজান মাসে খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়, সারাদিন ধরে টেকসই শক্তি প্রদান করে এমন স্বাস্থ্যকর খাবারের ওপর জোর দেওয়া হয়। তবে অঞ্চলভেদে রোজার খাবার হিসেবে কিছু ঐতিহ্যবাহী খাবারও থাকে। মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালের ক্লিনিকাল নিউট্রিশনিস্ট মিসেস বর্ষা পুষ্টি এবং শক্তির মাত্রা ঠিক রাখার জন্য সেহরি ও ইফতারে সঠিক খাবার বেছে নিতে বলেন। তিনি রোজায় কিছু খাবার খেতে এবং কিছু এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।

সেহরিতে যা খেতে পারেন

* ওটসের মতো দানা শস্য।

* প্রোটিনের উৎস যেমন ডিম, দই, পনির, মুরগি বা মাছ।

* শক্তির জন্য দানা শস্য খাবেন। এতে জটিল কার্বোহাইড্রেট থাকে।

* প্রোটিন পেশী মেরামতে সাহায্য করে, ক্ষুধা কমায়।

* ফল এবং শাকসবজি হাইড্রেশন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সরবরাহ করে।

সেহরিতে যা এড়িয়ে চলবেন

* কফি এবং এনার্জি ড্রিংক

ইফতারে যা খেতে পারেন

* খেজুর এবং পানির মতো হালকা কিছু দিয়ে শুরু করুন।

* খেজুর প্রাকৃতিক শর্করা, ফাইবার, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রদান করে।

* ফল, সবজি, ভাত, মাংস এবং দুগ্ধজাত খাবারসহ সুষম খাবার।

* প্রোটিন টিস্যু রক্ষণাবেক্ষণ এবং নির্মাণে সহায়তা করে।

* দানা শস্য এবং জটিল কার্বোহাইড্রেট রিচার্জ এনার্জি স্টোর করে।

* ভিটামিন, মিনারেল এবং ফাইবার হজমে সাহায্য করে।

* শক্তির জন্য বাদাম, বীজ ইত্যাদি।

[35253

ইফতারে যা এড়িয়ে চলবেন

* অতিরিক্ত খাওয়া বা অনেক ভাজা খাবার এড়িয়ে চলুন।

* সারাদিন হাইড্রেটেড থাকতে প্রচুর পানি পান করুন।

আরবি/এসআর

Link copied!