বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

যেভাবে বানাবেন ভাইরাল ঘিবলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৭:০২ পিএম

যেভাবে বানাবেন ভাইরাল ঘিবলি

ছবি: সংগৃহীত

বর্তমানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যে স্তরে পৌঁছেছে তা নতুন করে বলার কিছু নেই। কর্মী হিসেবে তো বটেই, অনেক ক্ষেত্রে সঙ্গী হিসেবেও এআইয়ের ভূমিকা এখন ব্যাপক।

আজকাল এআই দিয়ে এমন কোনো কাজ নেই যা করা সম্ভব নয়। আপনার কল্পনায় যা কিছু রয়েছে তা এআইকে জানালে সঠিকভাবে সে সেই অনুযায়ী ছবি তৈরি করে ফেলে এক মুহূর্তেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটি নতুন ধরনের এআই ইমেজ, যার নাম ঘিবলি। এই স্টাইলে ছবি তৈরি করতে এখন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে তারকারা সবাই মেতেছে। 

তারা নিজেদের নানা ছবি এই ঘিবলি স্টাইলে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিশেষ বিশেষ ঘটনাগুলিও ঘিবলি স্টাইলে উপস্থাপন করা হচ্ছে, যেমন জুলাই আন্দোলন ইত্যাদি।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেশন স্টুডিও। যার তৈরি অ্যানিমে গুলি যেমন ‘স্পিরিটেড অ্যাওয়ে’ এবং ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’ বিশ্বজুড়ে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে। স্টুডিওটির অ্যানিমেটেড চরিত্রগুলো মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।

এআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে ঘিবলি স্টাইলের ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র এবং চ্যাটজিপিটি সম্প্রতি এমন একটি ফিচার চালু করেছে, যা বিভিন্ন ধরনের ছবি ঘিবলি স্টাইলে তৈরি করতে সক্ষম। এখন ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো এই নতুন ফিচার ব্যবহার করে ঘিবলি স্টাইলের জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করতে পারছেন।

এছাড়া, জিপিটি-৪ চালু করার মাধ্যমে ওপেনএআই আরও এক ধাপ এগিয়েছে। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর হিসেবে পরিচিত। আকর্ষণীয় বিষয় হলো, এর মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। খুব কম সময়ে, এই প্রযুক্তি যে কোনো ছবিকে হুবহু ঘিবলি স্টাইল-এ রূপান্তরিত করে দিচ্ছে।

কীভাবে তৈরি কররেন ঘিবলি স্টাইল ইমেজ?

আপনিও যদি আপনার ছবিকে ঘিবলি স্টাইল ছবিতে বদলাতে চান, তবে তার জন্য আপনাকে কিছু সহজ স্টেপস ফলো করতে হবে।

জিপিটি-৪জিরো টুল এক্সেস করতে হবে- OpenAI এর ChatGPT এর প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।

আপনার ছবি আপলোড করুন – যেই ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করার আছে, সেটিকে টুলে আপলোড করে দিন।

এবার টুলে লিখুন যে এই ছবিটিকে ঘিবলি এনিমেশন স্টাইলে তৈরি করতে।

এবার কিছু সেকেন্ড এআই-এর সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয় যাবে।

তৈরি করা ছবি এবার সেভ করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

বর্তমান এই সুবিধা শুধুমাত্র চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাবে।

 যার মানে ফ্রি ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে না।

আরবি/শিতি

Link copied!