বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ট্রেন্ডের চক্করে ঘিবলি বানিয়ে বিপদে পড়ছেন না তো!

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:১৭ পিএম

ট্রেন্ডের চক্করে ঘিবলি বানিয়ে বিপদে পড়ছেন না তো!

ছবি: সংগৃহীত

ডিজিটাল দুনিয়ার ট্রেন্ড কেমনভাবে তৈরি হবে এবং ইউজাররা তা নিয়ে কেমন মাতামাতি শুরু করবেন, তা পূর্বানুমান করা কঠিন। যেমন, চ্যাটজিপিটি এবংঘিবলি আর্ট স্টাইলের ব্যাপারটি ছিল এক ধরনের স্ফুলিঙ্গ, যা দেখতে দেখতে দাবানলে পরিণত হয়েছে। তবে, এই আগুনে পুড়ছেন মূলত ইউজাররাই।

মনে হতে পারে বিষয়টা আসলে কী?

কিছু মাস আগে একটি সমীক্ষায় উঠে এসেছিল, এআই ইউজারদের ডেটা সেভ করে রাখে। যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে এআই ব্যবহার করেন তারা কিছুটা নিরাপদ থাকতে পারেন। তবে, বিনামূল্যে এআই ব্যবহার করলে নিজের তথ্য নেটদুনিয়ায় খোলা রেখে দেয়া হয়। যা হ্যাকারদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে।

এখানে যে বিষয়টি আরও গুরুতর, তা হলো ইউজাররা তাদের ব্যক্তিগত ছবি আপলোড করছেন। এই ছবিগুলো কেবল সেভ করা হয় না বরং এআই টুলগুলো প্রশিক্ষণের জন্যও সেগুলো ব্যবহার করে। এই পরিস্থিতি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণর।

বর্তমানে, ইউজাররা তাদের ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছেন। তবে আপনারা কি জানেন এসব ছবি কোথায় যাচ্ছে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে?  

এআই এর সরাসরি বক্তব্য হলো, এ ধরনের ট্রেন্ড নিরাপদ নয় কারণ এতে ইউজারের ব্যক্তিগত ছবি সেভ হয়ে যায়। যদি কেউ তার ছবি কোনও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেন, তাহলে তা সম্পূর্ণ নিরাপদ নয়।

অধিকাংশ প্ল্যাটফর্ম (যেমন এআই ইমেজ জেনারেশন টুল বা সোশ্যাল মিডিয়া সাইট) তাদের সার্ভারে আপলোড করা ছবি সেভ করে রাখে। কিছু প্ল্যাটফর্ম এসব ছবি শুধু কিছু সময়ের জন্য সেভ করে, আবার কিছু প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ধরে ছবি সংরক্ষণ করে রাখে।

এছাড়াও, যদি প্ল্যাটফর্মে একটি পাবলিক গ্যালারি ফিচার থাকে, তাহলে সেই ছবি অন্যরা অ্যাক্সেস করতে পারে। এটি ইউজারের ছবি অপব্যবহারের সুযোগ সৃষ্টি করে। যেমন ভুয়ো প্রোফাইল তৈরি বা এআই ডিপফেক ইমেজ জেনারেশন।

তাহলে, করণীয় কী?

প্রাইভেসি পলিসি পরীক্ষা করুন: নিশ্চিত হতে হবে যে, আপনার ছবি এআই মডেলের প্রশিক্ষণের জন্য বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না।

কম সংবেদনশীল ছবি আপলোড করুন: একান্ত ব্যক্তিগত বা সনাক্তযোগ্য ছবি আপলোড না করাই শ্রেয়।

শর্তাবলী পড়ুন: ছবি দিয়ে কী করা যেতে পারে তা বুঝতে প্ল্যাটফর্মের শর্তাবলী পড়ুন।

এআই টুলগুলোকে ছবি সেভ করতে দেয়া উচিত নয়: যদি প্ল্যাটফর্মটি ছবি মুছে ফেলার বিকল্প দেয়, তবে তা ব্যবহার করুন।

এই সব সতর্কতার মাধ্যমে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

আরবি/শিতি

Link copied!