বিশ্বব্যাপী স্কাউটিং একটি সামাজিক আন্দোলনের নাম। বিশ্বের প্রায় ১৬১টি দেশে এই সংগঠনটি। তা ছাড়া প্রায় ৩ কোটি মানুষ এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষ এ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস। ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে দিবসটি।
১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’।
১৯৭৮ সালে বয়স্কাউট সমিতির নাম ‘বাংলাদেশ স্কাউটস’ নামকরণ করা হয়। তবে মেয়েদের জন্য গার্ল-ইন স্কাউটিং চালু হয় ১৯৯৪ সালে।
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশে। বিশ্বব্যাপী সমাদৃত এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু অনেক আগে। ১৯০৭ সালে রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা করেন।
আপনার মতামত লিখুন :