ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

কবিতা: ফুল পরীদের দেশে

রুপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:৩৪ পিএম

কবিতা: ফুল পরীদের দেশে

ছবি: সংগৃহীত

 


এম. আবু বকর সিদ্দিক
ফুল পরীদের দেশে

 

ফুলবাগানে ফুল ফুটেছে
খুকুর মুখে হাসি,
গোলাপ ফুলের মিষ্টি সুবাস
বেজায় ভালোবাসি।

সূর্যমূখী দেখে খুকি
বলল এবার হেসে,
মাগো আমায় নিয়ে চলো
ফুল পরীদের দেশে।

ফুলপরি তো, আর কেহ নয়
আমার খুকুমণি,
বাবা-মায়ের স্বপ্ন আশা
ভালোবাসার খনি।

আরবি/ আরএফ

Link copied!