ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

কবিতা: মা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:৪৯ পিএম

কবিতা: মা

ছবি: সংগৃহীত

তাসলিমা আফরিন মীম
মা  

পৃথিবীতে একটি শব্দ যেথায়-
নেই কোনো ছলনা
মা যে আমার বঙ্গের সঙ্গীত
যার নেই কোনো তুলনা।

ধরায় যত সুখ আছে সে তো
মায়ের আঁচলে আঁকা,
মায়া,মমতার এক মস্ত গাড়ি
বিরামবিহীন চাকা।

সামান্য অসুখে কলিজা শুকায়
অস্থির মায়ের প্রাণ, 
থার্মোমিটারের চেয়েও বড় যন্ত্র 
মায়ের হাতখান।

কত অসুখে শিয়রে বসে
জেগেছে কত রাত্রি, 
করুণাবরণী মা যে তিনি 
আমার জন্মদাত্রী।

মায়ের শরীরের ঘামের গন্ধ 
যেন সুদূর মদিনার আতর,
সারাক্ষণ দেহে সৌরভ ছড়ায় 
রয়ে প্রাণের ভেতর।

পদ্মের মতো কোমল চাহনি
করুণা দিয়ে দৃষ্টি ঘেরা,
যত সাধু পৃথিবীতে জন্মাক না কেন
আমার মা‍‍`ই সেরার সেরা।

আরবি/ আরএফ

Link copied!