ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

নারী ফ্যাশনে জিন্স

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৫:০০ পিএম

নারী ফ্যাশনে জিন্স

ফাইল ছবি

‘অপরূপা নারী যার অঙ্গে শোভা পায় শাড়ি; কারণ শাড়িতেই নারী।’ প্রচলিত এ কথাগুলো নারী পোশাকের ঐতিহ্য বহন করলেও ফ্যাশনে নারীরা হয়ে উঠেছে অত্যন্ত আধুনিক। পশ্চিমা সংস্কৃতির ছোঁয়ায় তাদের ফ্যাশনের অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে কুর্তি বা টি-শার্টের সঙ্গে জিন্সের ব্যবহার। যার  ইতিহাস শুরু হয়েছিল আনুমানিক ১৮শ’ শতকের মাঝামাঝি সময়ে। তখন শ্রমিকদের জন্য টেকসই পোশাক হিসেবে জিন্স তৈরি করা হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল একটি কাজের পোশাকেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে হাল ফ্যাশনের অন্যতম পোশাক। একটি তুলো পাটা এবং উলের ওয়েফট দিয়ে তৈরি করা ঐতিহাসিক ধরনের মজবুত ভার্জিনিয়া কাপড়ের তৈরি এই পোশাক। বর্তমান বাজারে নারীদের রুচির সঙ্গে মিল রেখে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের; যা প্রতিটি নারীকে তার স্বতন্ত্র স্টাইল অনুযায়ী বেছে নিতে সহায়তা করে। যেখানে ক্লাসিক স্ট্রেট লেগ, স্লিম ফিট, বুট কাট, এবং ফ্লেয়ার জিন্স থেকে শুরু করে আবেদনময় এবং আধুনিক লুক তৈরি করতে রয়েছে স্কিনি জিন্সের বৈচিত্র্য। যার প্রত্যেকটি স্টাইলেই থাকে নিজস্ব বিশেষত্ব। তাই কিশোরী থেকে শুরু করে তারকা ফ্যাশনেও দেখা যায় এই ফ্যাশনেবল ট্রেন্ডি আকর্ষণীয় পোশাকের দেখা। কলকাতার মিমি চক্রবর্তী থেকে ঢাকাই সিনেমার জয়া আহসান, শবনম বুবলি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি উল্লেখযোগ্য। কিন্তু সব পোশাক ছাড়িয়ে জিন্সই কেন নারী ফ্যাশনে পছন্দের শীর্ষে? এ বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন আধুনিক সভ্যতায় বেড়ে উঠা মডার্ন মেয়ে তামান্না আমির তাশা।

তিনি বলেন, ‘নারী ফ্যাশনের জগতে জিন্সের স্থান অদ্বিতীয়। এটি কেবল একটি পোশাক নয়, বরং একটি পরিচয়। নারীদের স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম হিসেবে জিন্স আজকাল গুরুত্বপূর্ণ। এ ছাড়া জিন্সের সঙ্গে বিভিন্ন ধরনের পোশাক খুব সহজেই পরা যায়। একটি সাধারণ টি-শার্ট বা ব্লাউজের সঙ্গে পরিধান করলে এটা অসাধারণ একটা আউটফিট তৈরি করে। এর সঙ্গে জ্যাকেট বা ব্লেজার যোগ করলে সেটি অফিসের জন্য উপযুক্ত হয়ে যায়। এ ছাড়া সালোয়ার কামিজ বা ক্যাজুয়াল কুর্তির সঙ্গে পরিধান করলেও চমৎকার দেখতে লাগে। অ্যাক্সেসরিজের ক্ষেত্রে নারীরা জিন্সের সঙ্গে ব্যাগ, স্যান্ডেল এবং গহনা ব্যবহার করে; যা তাদের লুককে সম্পূর্ণ করে তুলে। আবার তার সঙ্গে স্কার্ফ বা চশমা যোগ করলে সাধারণ আউটফিটকেও ফ্যাশনেবল করা সম্ভব। সবশেষে বলা যায়, জিন্স এমন করটি পোশাক, যা সব মৌসুমে বা সব ক্ষেত্রে সহজে পরিধানযোগ্য। তাই নারী ফ্যাশনে বর্তমানে পছন্দের শীর্ষে অবস্থান করছে এই পোশাকটি।’

আরবি/ আরএফ

Link copied!