ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

একজন আত্মবিশ্বাসী নারী

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০২:৪২ পিএম

একজন আত্মবিশ্বাসী নারী

ছবি: সংগৃহীত

সব্যসাচী তাকেই বলা হয়, যিনি দুই হাতে কাজ করতে পারেন। আগে পড়াশোনার পাশাপাশি সংসার সামলাতেন। গত বছর মাস্টার্স শেষ করার পর চাকরির পাশাপাশি সংসার সামলাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন নিজের একটি ব্লগিং পেজ। এতকিছু করার মানসিকতা, আগ্রহ, অধ্যাবসায় ও কাজের প্রতি প্রেম থাকলেই একজন আফসানা মিমি হওয়া যায়। নিজের গল্প শুনিয়েছেন ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী।

‘আমার বাবা নাই। সংসারের হাল ধরতে প্রথম প্রথম টিউশন দিতাম। আমার পড়াশোনার পাশাপাশি দেখতে হতো ভাইয়ের পড়ালেখা। সঙ্গে ছিল সংসারের খরচ। পরিবারের সহযোগিতা ছিল। তখন বিয়ে হয়নি। এইচএসসি পাস করার পর চাকরি শুরু করি। পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাই। তারপর ব্যাংকে চাকরি হয় আমার। ১০টা-৬টা ডিউটি করেও আমার রেজাল্ট আশাতীত ভালো হয়। এরপর ২০১৮ সালে শুরু হয় আমার বিবাহিত জীবন। চাকরি, সংসার, পড়াশোনা রান্নাবান্নাসহ সংসার গুছানো। আর পাশাপাশি অফিস; একটু তো প্যারা অবশ্যই বেড়ে গিয়েছিল। কিন্তু সামলে নিয়েছি।  সকাল ৪টা-৫টায় উঠে সব কাজ সম্পন্ন করে অফিস যেতাম। আবার এসে সব কাজ করে পড়াশোনা করতাম। আমার চাকরি জীবনে আমি তেমন কোনো বাধার সম্মুখীন হইনি। এখন অনেক নারীই ঘরে বসে অনেক কিছু করে। নারীদের সব সময় সবকিছু অনুকূলে থাকে না। আসলে ইচ্ছা থাকলে জীবনে অনেক কিছুই করা সম্ভব’। নিজের জীবনের শুরুর গল্পটা এভাবেই বললেন আফসানা মিমি।

অন্য অনেকেই যখন বছরের পর বছর খেটে সফল হতে পারেন না। সেখানে আফসানা মিমি এমন কৌশল অবলম্বন করলেন যে, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি চাকরি, ব্লগিং, সংসার সুন্দরভাবে সামলাচ্ছেন। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে গিয়ে শিখেছেন দায়িত্ববোধ ও ধৈর্য। প্রথমে পরিবার এবং পরে শ্বশুরবাড়ির সহযোগিতা পেয়ে হয়েছেন আত্মবিশ্বাসী ও সাহসী। মায়ের উৎসাহে পড়াশোনার পাশাপাশি আয় করে হয়েছেন পরিশ্রমী ও স্বাবলম্বী। চাকরিতে সহকর্মী ও স্যারদের সহযোগিতা পেয়ে হয়েছেন সফল যোগাযোগকারী এবং আয়ত্ব করেছেন সহযোগিতাপূর্ণ মনোভাব। সময় মেপে অফিস ও বাসার কাজ গুছাতে গিয়ে শিখেছেন নিয়মানুবর্তিতা ও শৃঙ্ক্ষলা। বিভিন্ন মানুষের কটু কথা শুনতে শুনতে নিজেকে তৈরি করেছেন কঠোরভাবে; হয়েছেন স্বপ্নচারী। সব কাজের ভীড়ে সন্তানকে গড়ে তুলতে গিয়ে প্রতিনিয়ত হচ্ছেন একজন উচ্চ আকাঙ্ক্ষাসম্মন্ন নারী। তবে এত কিছুর পরেও আফসানা মিমি একজন আত্মবিশ্বাসী নারী কীভাবে হলেন তার গোপন রহস্য জানতে চাইলে তিনি বলেন, ‘গোপন রহস্য আর কিছুই নয়, পরিশ্রমই হচ্ছে শেষ কথা!’

আফসানা মিমি জীবনে আরও বড় কিছু হতে চান। নিজের একটি ভালো ব্যবসা হবে। সমাজের জন্য কিছু করতে পারবেন। পাশাপাশি সন্তানকেও মানুষ হিসেবে গড়ে তুলবেন; নিজের আত্মবিশ্বাসী মনোভাব সন্তানকেও শেখাতে পারবেন এবং পরিশ্রমের সফল একটি পরিসমাপ্তি হবে। এমনটাই আশা তার।  

আরবি/ আরএফ

Link copied!