ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

রফিক নটবর: স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০২:০৫ পিএম

রফিক নটবর: স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ

ছবি: সংগৃহীত

একজন শিক্ষক যিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানান ভিন্ন কিছু নিয়ে; তিনি মোহাম্মদ রফিকুজ্জামান, সিনিয়র শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু শিক্ষক হয়েও তিনি কেন ভিডিও বানান এ নিয়ে খোলামেলা কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে।

রূপালী বাংলাদেশ: আপনি কেন ভিডিও বানান?
রফিক: আমি আসলে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় বা হতাশা কাজ করে আমার মধ্যে, তখন ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি নিজেকে অনুপ্রাণিত করতে পেরেছি, মনে হয়েছে আমি নিজের হতাশা কাটিয়ে উঠতে পেরেছি। আসলে বাস্তব জীবনে আমার মতো যারা আরও বড় সমস্যায় পড়ে তারা আরও বেশি ডিপ্রেশনে চলে যায়। আমি যেহেতু শিক্ষকতা করি, অনেক শিক্ষার্থীকে দেখেছি, অনেক শিক্ষার্থীর মা-বাবাকেও দিখেছি ডিপ্রেশনের চরম পর্যায়ে চলে যায়। অনেক সময় সুইসাইডাল কেস হয়ে যাচ্ছে। সেই ভাবনা থেকেই আমার শিক্ষার্থীর, অভিভাবকের ও অন্যদের জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করি।

রূপালী বাংলাদেশ: ভিডিওতে মানুষের প্রতিক্রিয়া কেমন?
রফিক: আমি সফল তা কখনোই বলব না, কিন্তু আমার বিশ্বাস ১০০ জনের মধ্যে যদি একজনও আমার ভিডিও দেখে তার জীবনে পরিবর্তন আসে সেটায় আমার সফলতা। ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে গিয়ে আমার মাঝে মাঝে যেটা মনে হয়, অনেক অনগ্রসর মানুষ ডিপ্রেশনে ভোগে, আবার নানা কারণে অগ্রসর মানুষও ডিপ্রেস থাকে। তাদের যদি অনুপ্রেরণার কথা শোনাতে পারি, অনেক ধরনের গল্প বলি, অনেক কেস স্টাডি বলি, অনেক ঘটনা যেটা আমি সম্মুখীন হয়েছি, সেটা শোনানোর চেষ্টা করি তাদের জীবনের মোড় হয়তো ঘুরে যেতে পারে।

রূপালী বাংলাদেশ: কী কী বিষয় নিয়ে ভিডিও বানান কিংবা কোন কোন বিষয় ভিডিওতে তুলে ধরেন?
রফিক: আমি জীবন উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করি, হতাশার থেকে উন্নতির জন্য বলি, সমাজ উন্নয়নের জন্য বলি, একজন শিক্ষার্থী পড়াশোনায় কীভাবে উন্নয়ন করবে বা জীবনকে সুখী সুন্দর মান উন্নয়ন করার লক্ষ্যে কী করা প্রয়োজন, যে বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন, জীবনে যেসব সমস্যা আসে সেগুলোর সমাধান বের করার জন্য আমি কথা বলি। বিশেষ কোনো উদ্দেশ্য আমার নেই, আমার কথা উন্নয়ন নিয়ে, সেটা আর্থিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে সোজা কথা হলো ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করি আমি যেসব সমস্যায় সম্মুখীন হয়ে যেভাবে সমাধান করেছি অন্যরাও সেই সমস্যায় পড়লে যাতে সহজে সমাধান করতে পারে, তা নিয়ে আলোচনা করি।

রূপালী বাংলাদেশ: কোন অভিজ্ঞতার আলোকে ভিডিও বানান?
রফিক: শিক্ষকতা করতে গিয়ে অনেক সমস্যা সমাধান করেছি, বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পড়ে যায়, তাদের অভিভাবকরাও বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, পারিবারিক, মানসিক, আর্থিক সমস্যায় পড়েন অনেক শিক্ষার্থীরা তখন কী করলে কোনো সমস্যা ছাড়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেটা নিয়েও আলোচনা করি কখনো ফ্রি টিউশনি করি।
 

আরবি/ আরএফ

Link copied!