আমাদের দেশে যে পরিমাণে কার্বন নিঃসরণ হয়, তা সঠিকভাবে ব্যবস্থাপনা করার ব্যবস্থা নেই। সরকারি ও বেসরকারিভাবে সঠিক উপায়ে প্রশিক্ষণ দেওয়া হয় না যে, কীভাবে কার্বন নিঃসরণ করতে হবে? সরকারিভাবে কোন পরিকল্পনাও নেই। তা ছাড়া কার্বন নিঃসরণের জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলোও এদেশে অপ্রতুল। ফলে কার্বন নিঃসরণ হচ্ছে, কিন্তু কমানো সম্ভব হচ্ছে না। এমনও দেখা যায়, কোনো প্রকল্প গ্রহণ করলে সেটা পরিচালনা করার আমাদের সক্ষমতা নেই।
জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমরা যদি সঠিকভাবে না জানি, তাহলে কীভাবে পদক্ষেপ নেব? ভবিষ্যতে জলবায়ু পরিবর্তের কী কী প্রভাব পড়বে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। ফলে কী কী পদক্ষেপ নিতে হবে তাও বলা দুষ্কর। একটি বিষয় বলা যায়- পানি, খরা, আবহাওয়া-সবকিছুর ওপর নির্ভর করছে জলবায়ু পরিবর্তন। ফলে এই প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করেই পদক্ষেপ নিতে হবে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত- সবার সম্মিলিত প্রয়াসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি প্রয়োজন কারিগরি জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি।
অধ্যাপক ড. মো. লতিফুর রহমান সরকার
ভূগোল ও পরিবেশ অধ্যয়ন বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়
আপনার মতামত লিখুন :