ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
মির্জা’র কবিতা

মতিভ্রম

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৫:০১ পিএম

মতিভ্রম

সংগ্রহীত

মনের ভেতর গোলমেলে সব
গুলিয়ে যাচ্ছে কথা
শীতল হাওয়ার শব্দ ছাড়া
স্বচ্ছ নীরবতা
আকাশ থেকে খসছে তারা
যাচ্ছে ভেসে দূরে
আমিও অমন ভাসবো ভেবে
থাকছি তবু পড়ে
ভাঙতে ভাঙতে নদীর মতো
জীবনে জাগুক চর
ভেঙে যাক মন আপন মানুষ
ভাঙুক যারা পর
রাতও ভাঙে দিনের হৃদয়
এইতো ব্যথার নমুনা
মাথার ওপর রুপোলী চাঁদ
একটু দূরইে যমুনা

আরবি/এম এইচ এম

Link copied!