ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

রম্য কবিতা: বল্লা পাতায় বল্লা নাই

এনাম আনন্দ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:৩৮ পিএম

রম্য কবিতা: বল্লা পাতায় বল্লা নাই

ছবি: রূপালী বাংলাদেশ

হাবিজাবি ব্যাঙের ছাতা
নাম হলো তার বল্লা পাতা
বল্লা পাতায় বল্লা নাই
মন ডুবিয়ে পড়ি তাই।
হিজিবিজি কাউয়ার ঠ্যাং
লেংড়া-আতুর মারে ল্যাং
বোকা-বেকুব গাধার ছাও
তোমরা কেনো পড় তাও !
তিড়িং-বিড়িং ছাগলছানা
বল্লা পাতার বৈঠকখানা
বৈঠকখানায় বৈঠক বসে 
হাসি-ঠাট্টার হিসেব কষে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!