বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু কঠিন করেছে যাত্রাপথ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম কিংবা টাইলস করা ফুটপাত থেকে গাঁয়ের মেঠোপথ; টং দোকান আর শান্ত অলিগলি, সবকিছুই দখলে নিয়ে বসে আছে বিজ্ঞানের আবিষ্কার। ফলে গ্রামের মানুষের সরল মনে সৃষ্টি হয়েছে ডিভাইসপ্রীতি।
যন্ত্রের ঘোর নেশায় ক্রমেই বেড়ে চলছে অপরাধপ্রবণতা। উত্তরণের পথ না পেয়ে আকাশছোঁয়া সাফল্যের বিপরীতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী সভ্যতা। তাই সেখান থেকে উত্তরণের পথ দেখাতে ঘুড়ি খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, ও লেখক লুৎফর হাসান লিখেছেন ব্যতিক্রমী উপন্যাস ‘টাইপ-সি’।
এর আগে তার লেখা হেলেঞ্চাবতী’, ‘আগুন ভরা কলস’, ‘ঝিনাই পাখি’, ‘লাল কাতানের দুঃখ’, ‘মানিব্যাগ’, ‘বগি নম্বর জ’, ‘যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম’, ‘মরাতাই’, ‘জারুলবনে রক্তজবা’, ‘৫ ফেব্রুয়ারি’ ইত্যাদি বইগুলো পাঠকপ্রিয় হয়ে ছাড়িয়ে গিয়েছে দেশ-বিদেশের সীমানা। এরই ধারাবাহিকতায় এবারের বইমেলায় লেখকের উপন্যাস ‘টাইপ-সি’।
বইটি নিয়ে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি যতগুলো উপন্যাস লিখেছি, সব সময় আমার দেখে আসা জীবন থেকে গ্রামের বিভিন্ন ক্রাইসিস নিয়ে। তবে ‘টাইপ-সি’ উপন্যাসে সে ধারার কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে সমসাময়িক বিষয় নিয়ে লিখেছি। উপন্যাসে উঠে এসেছে গ্রামের মানুষদের ডিভাইসপ্রীতি থেকে সৃষ্টি হওয়া অপরাধপ্রবণতার গল্প।
মানুষ যখন অপরাধের দিকে ঝুঁকে পড়ে, সেখান থেকে ফিরতে একটা ধাক্কার প্রয়োজন হয়। তাই উত্তরণের পথ হিসেবে ‘টাইপ-সি’ উপন্যাস দ্বারা আমি সে ধাক্কাটা দেওয়ার চেষ্টা করেছি। এবারের অমর একুশে বইমেলায় বরাবরের মতো অন্যপ্রকাশ থেকে বইটি প্রকাশ পাবে। প্রচ্ছদ করেছেন সাদিত।
যোগ করে তিনি আরও বলেন, ‘আমি নিজের ভালো লাগা থেকে পাঠকদের জন্য লিখি। সব সময় পাঠকদের ভালোবাসা পেয়ে এসেছি, এই বইয়ের ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম হবে না। আশা রাখছি ভালো কিছু হবে, তবে বাকিটা বইমেলার পর বলা যাবে।’
আপনার মতামত লিখুন :