ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

উচ্চশিক্ষায় তুরস্কে

হিমালয়

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:১৯ পিএম

উচ্চশিক্ষায় তুরস্কে

ছবি: সংগৃহীত

তুরস্ক, বিশ্বের এক অনন্য সংস্কৃতি এবং ভৌগোলিক বৈচিত্র্যের দেশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্ক শিক্ষার্থীদের জন্য উচ্চ মানের শিক্ষা এবং গবেষণার সুযোগ এনে দিয়েছে। এশিয়া ও ইউরোপের সমন্বয়ে গঠিত এ দেশটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় কেন্দ্র। উন্নত শিক্ষাব্যবস্থা এবং পর্যাপ্ত স্কলারশিপের কারণে শিক্ষার্থীদের জন্য তুরস্ক বিশেষভাবে আকর্ষণীয়। ২০২৫ সালের জন্য কোক বিশ্ববিদ্যালয় এক অসাধারণ স্কলারশিপ ঘোষণা করেছে, যা উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ। ইস্তানবুলে অবস্থিত কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের একটি শীর্ষস্থানীয় অলাভজনক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের সুযোগ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

স্কলারশিপের সুবিধাগুলো
কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপটি স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। এগুলোর মধ্যে রয়েছে-

 

স্নাতকোত্তরে সুবিধা:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • মাসিক উপবৃত্তি।
  • আবাসন সুবিধা।
  • বেসরকারি স্বাস্থ্য বিমা।
  • বৈজ্ঞানিক ইভেন্টে অংশগ্রহণের জন্য ভ্রমণ খরচ।

 

পিএইচডিতে সুবিধা:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • মাসিক উপবৃত্তি।
  • আবাসন সুবিধা।
  • বেসরকারি স্বাস্থ্য বিমা।
  • ব্যক্তিগত ল্যাপটপ সুবিধা।
  • ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা।
  • বৈজ্ঞানিক ইভেন্টে অংশগ্রহণের জন্য ভ্রমণ খরচ।

 

আবেদনের যোগ্যতা

  •  
  • স্কলারশিপের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে।
  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • একাডেমিক রেকর্ড চমৎকার হতে হবে।
  • স্নাতকোত্তরে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • পিএইচডির জন্য আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, যার প্রমাণ হিসেবে টোফেল বা জিম্যাট স্কোর জমা দিতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে-
  • পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি।
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
  • একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট।
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র (টোফেল/জিম্যাট)।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • রেফারেন্স লেটার।
  • সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ।
  • তিনটি প্রবন্ধ।
  • নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি জমার  স্লিপ 
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র।
  • নির্দিষ্ট প্রোগ্রামের চাহিদা অনুযায়ী অন্যান্য ডকুমেন্ট।


আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে কোক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে উল্লিখিত শর্তাবলি মেনে প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র সঠিকভাবে জমা দিলে আবেদনটি সম্পন্ন হবে।

 

আবেদনের শেষ তারিখ
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৫।


উচ্চশিক্ষা এবং গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫ দারুণ এক সুযোগ। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ থেকে শুরু করে আবাসন এবং উপবৃত্তির মতো সুবিধাগুলো শিক্ষার্থীদের জন্য তুরস্ককে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি একসঙ্গে উপভোগ করার সুযোগ যারা নিতে চান, তাদের জন্য কোক বিশ্ববিদ্যালয় এক আদর্শ গন্তব্য। তাই আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!