ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

জিসান খান শুভ’র কাব্যগ্রন্থ ‘আহা আমি’

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১২:৩৫ এএম

জিসান খান শুভ’র কাব্যগ্রন্থ ‘আহা আমি’

ছবি: রূপালী বাংলাদেশ

সঙ্গীতাঙ্গনের একটি সুপরিচিত নাম জিসান খান শুভ। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মাতিয়ে বেড়াচ্ছে তার লেখা এবং গাওয়া একের পর এক জনপ্রিয় গান। 

যার মধ্যে ‘তোর মনের পিঞ্জিরায়’, ‘ভুলিনি তোমায়’, ‘মেঘ’, ‘ঘুনপোকা’ ইত্যাদি গান গেঁথে আছে শ্রোতা মনের সমস্ত সীমানা জুড়ে। তবে তিনি এবার কোনো গান নয়, নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন নতুন এক পরিচয়ে। 

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পাচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‍‍`আহা আমি‍‍`। এ বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন,

"‘আহা আমি’ একটি দীর্ঘশ্বাসের নাম। কোনো মানুষ অনেক কিছু বোঝানোর সক্ষমতা হারালে নিজের জন্য অবশিষ্ট যে আফসোসটুকু থাকে, সে আফসোস কিংবা আক্ষেপের নাম ‘আহা আমি’। 

এই বইয়ের কথাগুলো আমার অন্তরের অনুভূতি। প্রথমত, আমি প্রসিদ্ধ লেখক বা জ্ঞানীগুণী কেউ না। মনের গভীরতা থেকে আমার শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চেয়েছি। লেখক জিসান খান শুভ যদি বলি তাহলে আমি খুব ইতস্তত বোধ করছি এবং কিছুটা অবাকও লাগছে! 

আসলে আমার কাছে বিষয়টা কিছুটা স্বপ্নের মতোই। কেননা এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই। মাকে এখন পর্যন্ত কিছু দিতে পারিনি। এই বইটা থেকে যদি কিঞ্চিত পরিমাণ প্রাপ্তি থাকে, আমি সেটা আমার মা‍‍`কে উৎসর্গ করতে চাই। 

ইতোমধ্যে রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। আলহামদুলিল্লাহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছি। ২৫-এর অমর একুশে বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের স্টলে বইটি পাওয়া যাবে। আশা করি, শুভাকাঙ্ক্ষীরা বইটি সাদরে গ্রহণ করবেন। এইটুকু বলতে পারি, ‘আহা আমি’ পড়ে কারো ভালো না লাগলেও খারাপ লাগবেনা ইনশাআল্লাহ।”

রূপালী বাংলাদেশ

Link copied!