সাংবাদিক ও লেখক মিজানুর রহমান সোহেলের বই ‘বিক্রয় ম্যাজিক’ এর প্রি-অর্ডার শুরু হয়েছে। রকমারি ডটকম, প্রথমা ডটকম, বই সদাই ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ বই বিক্রির দেশের সকল অনলাইন প্ল্যাটফর্মে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে বইটির। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২৫ শতাংশ বিশেষ ছাড়ে বইপ্রেমিরা এই প্রি-অর্ডার করতে পারবেন।
বইটি সম্পর্কে মিজানুর রহমান সোহেল জানান, উদ্যোক্তা, নতুন-পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মত কাজ করবে। প্রতিষ্ঠান বা ব্যক্তির ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের গুপ্ত রহস্যভান্ডার এক বইতেই পাওয়া যাবে।
বইটির লেখক সোহেল আরও জানান যে, বইটি পড়লে সুই থেকে বিমান পর্যন্ত যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন একজন বিক্রয় প্রতিনিধি। ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে আপনার পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা জানতে পারবেন। ছোট বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস বা পিআর মার্কেটিং কৌশল রপ্ত করতে পারবেন।
তিনি আরো জানান, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল জানতে পারবেন। নতুন উদ্যোক্তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাবেন। বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাবেন ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।
‘বিক্রয় ম্যাজিক’ বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। তবে অনলাইন প্রি-অর্ডারে ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাবে ৪৫০ টাকায়।
আপনার মতামত লিখুন :