ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলা সাহিত্যের মহোৎসবে ‘বাংলার প্রকাশন’

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:২১ পিএম

বাংলা সাহিত্যের মহোৎসবে ‘বাংলার প্রকাশন’

ছবি: রূপালী বাংলাদেশ

প্রতিবছর ফেব্রুয়ারির শীতল সমীরণে জমে ওঠে বাঙালির প্রিয় অমর একুশে বইমেলা। ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি হৃদয়ে ধারণ করা এই মেলা বইপ্রেমীদের মিলনস্থল।

এ মেলা যেমন নতুন লেখকদের জন্য স্বপ্নপূরণের সুযোগ এনে দেয়, তেমনই প্রতিষ্ঠিত লেখকদের সৃষ্টির উজ্জ্বল প্রদর্শনী। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময়টা পরিণত হয় এক মহাযজ্ঞে।
সৃজনশীলতা ও শ্রমের সমন্বয়ে তারা পাঠকদের জন্য সাজিয়ে তোলে অনন্য বইয়ের ভুবন।

বাংলার প্রকাশনও এমনই একটি প্রকাশনী, যা বাংলা সাহিত্যে নতুনদের পরিচিতি দেওয়ার ক্ষেত্রে নিজের অগ্রণী ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিষ্ঠাতা আহসান আল আজাদ জানান, ২০১৩ সালে গড়ে ওঠা প্রকাশনাটি শুরু থেকেই নতুনদের সাহিত্যের মঞ্চে তুলে আনার জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও তাই করে যাবে। জনপ্রিয় লেখিকা মৌরি মরিয়ম, ওয়াসিকা নুজহাতসহ অনেকরই সাহিত্যিক পথচলার সূচনা হয়েছে, এই প্রকাশনী থেকেই। জনপ্রিয় লেখক রাজিব হোসাইন সরকারের কথাও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের শুরু থেকেই বাংলার প্রকাশনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। অমর একুশে বইমেলা ২০২৫-এ বাংলার প্রকাশন সাজিয়েছে বিশেষ আয়োজন। থাকছে রাজিব হোসাইন সরকারের নতুন গ্রন্থ। সেই সঙ্গে পাঠকেরা পাবেন এম এম মুজাহিদ উদ্দীনের বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে বই ‘লেসন ফ্রম বুকস’, তরুণ লেখক মো. মিজানুর রহমানের ‘শখ, শোক ও সুখের গল্প’ এবং রোকেয়া পপিড় ‘মেঘে ঢাকা আকাশ’। স্বপ্নবাজ এই প্রকাশক সাহিত্যপ্রেমীদের প্রতি আহ্বান জানান, এবারও অমর একুশে বইমেলায় সাহিত্যের বিশাল জগতে হারিয়ে যেতে সবাইকে আমন্ত্রণ। আসুন, বইয়ের পাতায় খুঁজে নিই নতুন আলো।

রূপালী বাংলাদেশ

Link copied!