লিখবে এবার পাঠক

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:১২ পিএম

লিখবে এবার পাঠক

ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড মিউজিকের জনপ্রিয় শিল্পী জুনায়েদ ইভান। লোকরঞ্জন কণ্ঠের শক্তিশালী সুর এবং উজ্জ্বল সংগীত দক্ষতায় তিনি মাতিয়ে বেড়াচ্ছেন দেশ-বিদেশের সর্বোচ্চ মঞ্চ। তবে শুধু সংগীতশিল্পীই নয়, তার আরও একটি পরিচয়ও রয়েছে, যা আজকাল ব্যাপকভাবে আলোচিত। জুনায়েদ ইভান শুধু গায়কই নন, বরং একজন স্বনামধন্য লেখকও।

তার লেখায় যেমন রয়েছে গভীর চিন্তা, তেমনি রয়েছে পাঠকের ভাবনাকে উদ্রেক করার ক্ষমতা। সে ক্ষমতার নিখুঁত ব্যবহার করে তিনি সংগীত চর্চার পাশাপাশি রাখছেন সাহিত্য জগতে অনন্য অবদান। তার লেখা প্রথম বই ‘শেষ’ থেকে শুরু করে এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে তার লেখা আত্ম-উন্নয়ন ও মোটিভেশন বিষয়ক বই ‘লেখো’।

বইটিতে তিনি এক বিশেষ ধারণা প্রবর্তন করে পাঠকের জন্য তৈরি করেছেন এক বিরল এক্সপেরিমেন্ট। যেখানে রয়েছে পাঠকের লেখার সুযোগ। শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই জানিয়েছেন বইটির লেখক জুনায়েদ ইভান। বই প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে ফোনালাপে তিনি বলেন,

‘এটি এমন একটি বই, যার লেখক মূলত পাঠক নিজে। তাকে লিখতে দেওয়া হবে। লেখার মধ্য দিয়ে তার অনুভূতি পরিপূর্ণ হবে। আবেগ প্রকাশ না করলে অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যাবার আগে আরেকটি আবেগ তৈরি হয়, যা আগের চেয়ে শক্তিশালী। বইটি লেখার উদ্দেশ্য একটাই; তা হলো পাঠককে লিখতে দেওয়া। কেননা পৃথিবীর সবচেয়ে সুন্দর অশ্রু আজও লেখা হয়নি। আপনাকে লিখতে হবে, কোনো ভিনদেশি কবি আপনার ব্যথাকে অনুবাদ করতে পারবে না।’

উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা নিজেকে প্রকাশ করতে ভয় পায়, নিক্টোফোবিয়ার মতো অন্ধকারে ভয় পাওয়া সেসব মানুষের জন্য বইটি লেখা। অধিকাংশ মানুষ নতুন এই এক্সপেরিয়েন্স করতে পছন্দ করবে। কিছু মানুষের কাছে মনে হবে, এটি আসলে কোনো বই না! এটি  এমন একটা আয়না, যেখানে তাকালে নিজের চিন্তাগুলো দেখা যায়। বইটি উৎসর্গ করবে পাঠক নিজেকে, কারণ এটি এমন একটা বই, যা তাকে লিখতে দেওয়া হবে। এর আগে পৃথিবীতে এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট এত ব্যাপকভাবে হয়েছে কি-না আমার জানা নেই।’

বইটি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ইউ পাবলিকেশন থেকে প্রকাশ পেয়েছে। পাওয়া যাবে কিংবদন্তী পাবলিকেশনের ৭৫-৭৬-৭৭ নং স্টলে। প্রত্যেকটি বইয়ের সঙ্গে থাকবে জুনায়েদ ইভানের স্বাক্ষর করা কলম। তাই এই অদ্ভুত অনুভূতির সাক্ষী হতে বইটি সংগ্রহ করতে পারেন আপনিও।
 

রূপালী বাংলাদেশ

Link copied!