অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখিকা মুনিরা প্রীতুর সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না।’ বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম।
সাইকোলজিক্যাল থ্রিলার ও সুপারন্যাচারাল হররের মিশেলে লেখা এই উপন্যাসটি বইমেলায় নবকথন প্রকাশনীর ৭৭৩/৭৭৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ২৮০ টাকা। স্টলের পাশাপাশি রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
বই প্রসঙ্গে লেখিকা মুনিরা প্রীতু দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এই থ্রিলার উপন্যাসটি শুধু একটি বলে যাওয়া গল্প নয়, বরং এটি এমনই কিছু অনুভূতির রূপক, যেখানে প্রকৃতি, রহস্য এবং মনস্তত্ত্ব মিলেমিশে তৈরি করেছে এক চমকপ্রদ জগৎ। যেখানে প্রতিটি উত্তর নতুন এক প্রশ্নের জন্ম দেয়, প্রতিটি রহস্য আরও গভীর গহ্বরে নিয়ে যায়। এই বই একবার পড়তে শুরু করলে, তার মায়াজালে আবদ্ধ হয়ে পড়তেই হবে। মনে হবে, এ যেন এক অন্তহীন বর্ষণের নিচে দাঁড়িয়ে থাকা, যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা এক নতুন গল্প বলে যায়।’
যোগ করে তিনি আরও বলেন,‘উপন্যাসের প্রোটাগনিস্ট ‘মায়া’কে ঘিরে এই গল্পের প্রতিটি রহস্য, ক্রাইম এবং অতিপ্রাকৃত ঘটনাপ্রবাহ আবর্তিত হয়। সে একজন সাধারণ তরুণী, যার জীবন ছিল একেবারেই স্বাভাবিক, অন্তত সে তাই ভাবত। কিন্তু এক সন্ধ্যায়, শহরের এক লেকের ধারে তার সঙ্গে যা ঘটে, তা বাস্তবতাকে বদলে দেয় চিরতরে।’
লেখিকা মুনিরা প্রীতু পেশায় একজন আয়কর কর্মকর্তা। পরিবার নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ার অভ্যাস তার। ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি প্রায় এক যুগ ধরে লেখালেখি করছেন। দৈনিক প্রথম আলো, দ্যা ডেইলি অবজার্ভার ও মাসিক রহস্যপত্রিকায় লিখতেন নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখছেন বেশ কয়েক বছর ধরে। ‘লেখক হব’ এরকম ভেবেচিন্তে কখনো লিখেননি। যা লিখেছেন, যখনই লিখেছেন সেটা মন থেকে, ভালোবেসে লিখেছেন। আর যে কাজটা প্রচন্ড ভালোবাসা থেকে করা হয় সেটার একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকে।
২০১৯ সালে একুশে বইমেলাতে তার প্রথম বই ‘স্বপ্নচারিণী’ প্রকাশিত হয়। ২০২৩ সালে বইমেলাতে প্রকাশ পায় উপন্যাস ‘ইনীশ’। ২০২৪-এ ‘ঘুমন্ত শহর’ নামের গল্প সংকলন প্রকাশিত হয়। লেখার পাশাপাশি গানও করেন তিনি। মঞ্চনাটক, কালচারাল অনুষ্ঠানে বেশ সক্রিয়। তবে লেখিকা, গায়িকা, পাঠিকা সবকিছু ছাপিয়ে সবার আগে মানবিকতাসম্পন্ন একজন মানুষ হয়ে উঠতে চেয়েছেন সবসময়, এমনটাই জানিয়েছেন লেখক।
আপনার মতামত লিখুন :