অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উম্মে সোহাগীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘খন্ডিত জীবন’। এই কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি জীবনের খণ্ডিত অংশগুলো ও মানুষের অপ্রকাশিত অনুভূতিগুলোর কথা তুলে ধরেছেন। সোহাগী বলেন, ‘প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা এবং সমকালীন প্রেক্ষাপটে ভাঙাচোরা পারস্পরিক জীবনের খণ্ড গল্প নিয়ে এই বইয়ে কবিতাগুলো সাজানো। এটি এমন একটি বই, যা পাঠকদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে নিতে সাহায্য করবে।’
উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা কোনো না বলা কথা, অপ্রকাশিত আবেগ বা চুপ থাকার যন্ত্রণা বহন করে, তারা এই বইয়ের মধ্যে নিজেদের অনুভূতির সঙ্গে পরিচিতি পাবে। বইটি পাঠককে তাদের ভেতরের খণ্ডিত দিকগুলোর সঙ্গে যুক্ত করবে, যা তাদের চিন্তা-ভাবনা ও অভ্যন্তরীণ যাত্রাকে আলোকিত করবে।
বই থেকে পাঠকরা তাদের জীবনের নানা দিক খুঁজে পেয়ে একটি নতুন উপলব্ধি অর্জন করতে পারবে, যার ফলে বইটির উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশা করি।’ বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় বইমই প্রকাশনীর ১৪৭নং স্টলে।
আপনার মতামত লিখুন :