অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে এ সময়ের মুক্ত চিন্তাধারার কবি, কবির হোসেনের নতুন কবিতার বই ‘কৃষকের ছেলে আমি ফসল আমার নাম’ বইটি তার চিন্তা ও সৃজনশীলতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে কবি তার নানা জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং সমাজের বর্তমান পরিস্থিতির প্রতি গভীর দৃষ্টি দিয়েছেন।
বইটিতে কবির শৃঙ্খলমুক্ত চিন্তাভাবনা এবং মৌলিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। মুক্তমনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা আমাদের চিন্তাভাবনায় নতুন প্রেরণা জোগাবে। বই প্রসঙ্গে কবি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষক ও কৃষিকাজ নিয়ে আমাদের কিছু উন্নাসিকতা রয়েছে, ত্রুটিযুক্ত চিন্তার কারণে কৃষক ও কৃষিকাজ সম্মুখসারি থেকে আজ অনেকটাই পেছনে চলে গেছে।
‘কৃষকের ছেলে আমি ফসল আমার নাম’ কবিতার বইটিতে মূলত কৃষক ও কৃষিকাজের সেসব নানাদিক তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে গ্রাম, পরিবার ইত্যাদি নিয়ে আমাদের সংকটগুলো কবিতার ভাষায় বলা হয়েছে। সেই সঙ্গে ছোট আরেকটি অংশে চব্বিশে গণহত্যার প্রতিবাদে ‘রক্তাক্ত জুলাইয়ে’লেখা কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। ছাত্র হত্যার প্রতিবাদে লেখা কবিতাগুলোতে জুলাই-আগস্টের দিনলিপিরই প্রতিচ্ছবি অনেকটা। কবিতাপ্রেমী পাঠক বইটি পাঠে আনন্দ পাবেন বলে আশা রাখি।’ বইটি পাওয়া যাচ্ছে হরকরা প্রকাশনের ৬৬৮নং স্টলে।