আমাকে হত্যার জন্য খুঁজছি

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:২৪ পিএম

আমাকে হত্যার জন্য খুঁজছি

ছবি: রূপালী বাংলাদেশ

অমর একুশে বইমেলা উপলক্ষে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবি মাহমুদ শাওনের চতুর্থ কবিতার বই  ‘আমাকে হত্যার জন্য খুঁজছি’। এর আগে তার প্রকাশিত হওয়া ‘দখিনের চিলেকোঠায় নরম রোদ’, ‘শেষ দেখায় জল গড়ায়’, ‘তোর নামে সন্ধ্যে নামে’ কাব্যগ্রন্থগুলো পাঠকদের মাঝে আগ্রহ তৈরি করেছিল।

প্রতিটি বইয়ে কবি তার বিশেষ দৃষ্টি ও  সূক্ষ্ম অনুভূতিকে নিপুণভাবে তুলে ধরেছেন, যা তার সাহিত্যিক পথচলার ধারাবাহিকতা প্রকাশ করে। ‘আমাকে হত্যার জন্য খুঁজছি’ বইটি কবি মাহমুদ শাওনের কবিতায় এক নতুন অধ্যায়। দীর্ঘ চার বছর বিরতি নিয়ে কবি এই বই প্রকাশ করেছেন।

বইটিতে পাওয়া যাবে তার গভীর চিন্তার সহজ উপকরণ, অনুভূতি ও মৌন প্রতিবাদের এক শক্তিশালী প্রকাশ, যা পাঠকের হৃদয়ে ভাবনার নতুন এক জগত তৈরি করবে। বই প্রসঙ্গে কবি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘সবাই পৃথিবীতে কিছু না কিছু রেখে যেতে চান, আমিও তার ব্যতিক্রম নই। নশ্বর এ পৃথিবীতে কবিতাপ্রেমীদের কাছে আমার কবিতার নির্যাস রেখে যেতে চাই।

‘আমাকে হত্যার জন্য খুঁজছি’ বইটি পড়ে পাঠক কবিতায় ভিন্ন ধরনের স্বাদ পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সময় নিয়ে চেষ্টা করেছি কবিতায় নতুন কিছু করতে, যা পড়ে পাঠকরা কবিতা পাঠে আরও আগ্রহী হবে।’ অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ঢাকার ৭০১-৭০২নং এবং চট্টগ্রামের ৬১-৬২নং স্টলে। এ ছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম- রকমারি, বাতিঘর ও চন্দ্রবিন্দুর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!